‘মিরাজ এতটা ভালো করবে মোটেও ভাবিনি’
ঢাকা টেস্টে ইংল্যান্ড বধের মূল নায়ক কে? এক কথায় বলে দেওয়া যাবে মেহেদী হাসান মিরাজ। টেস্টে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য বলা যায় তাঁর হাতধরেই এসেছে। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। এই তরুণ স্পিনার এতটা ভালো বল করবেন তা মোটেও ভাবেননি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও বল হাতে অসাধারণ সাফল্য পেয়েছেন মিরাজ। বন্দরনগরীতে প্রথম ইনিংসে ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেট পান তিনি। আর ঢাকায় ১২ উউইকেটসহ এই সিরিজেই মোট ১৯ উইকেট পান এই তরুণ অফস্পিনার।
মিরাজের প্রশংসায় পঞ্চমুখ মুশফিক তাই বলেন, ‘মিরাজ জাতীয় দলে খেলবে, ভালো কিছু করার সামর্থ্য তাঁর আছে- সেটা আমাদের জানা ছিল। কিন্তু অভিষেকে এতটা ভালো করবে তা আমি মোটেও ভাবিনি। তাঁর অসাধারণ পারফরম্যান্স আমাকে রীতিমতো বিস্মিত করেছে।’
বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস ভবিষ্যতে অনেকদূর যাবে মিরাজ। এ সম্পর্কে তিনি বলেন, ‘গত দুটি টেস্টে মিরাজকে কাছ দেখে আমার মনে হয়েছে, অনেক দূর যাবে সে। তাঁর মধ্যে সেই সামর্থ্য আছে। চেষ্টা এবং সাধনা করলে সে পারবে নিজেকে অনেক উপরে নিয়ে যেতে।’
বলহাতে অসাধারণ সাফল্য পেয়ে শুধু দলকেই জয় এনে দেননি মিরাজ, অনেকগুলো রেকর্ডও নিজের জুলিতে জমা রেখেছেন এই তরুণ স্পিনার। তাই সিরিজ-সেরা এবং ম্যাচ-সেরার পুরস্কারও নিজের পকেটে নিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন