মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিলবে আসিফের কন্যার খবর!

ব্যক্তিজীবনে তিনি দুই পুত্রসন্তানের (রণ ও রুদ্র) জনক। আসিফ ভক্তরা সেটা জানেন। ক্যাডেট পড়ুয়া দুই ছেলেকে নিয়ে অন্তর্জাল দুনিয়ায় এ তারকা পিতার গর্ব আর প্রশান্তির আভাসও নিয়মিত পাওয়া যায় তার বিভিন্ন পারিবারিক ছবি আর সামাজিক মাধ্যমে পোস্টের মধ্য দিয়ে। যদিও দুই ছেলেকে নিয়ে আসিফের তেমন কোনও গান কিংবা এ কেন্দ্রিক কার্যক্রম লক্ষ করা যায়নি এখনও।

বরাবরই তিনি ছেলেদের কাছে নিজেকে রেখেছেন, একজন বন্ধুবৎসল সাধারণ পিতা হিসেবে। তার ভাষায়, ‘আমি ছেলেদের কাছে বন্ধুত্ব দাবি করি সবসময়; পিতাও নয়, তারকাও নয়। তাই ওদের কাছে পেলে গান-বাজনা-মিডিয়া ভুলে আমি হয়ে যাই, তাদের স্কুল মাঠের বন্ধু। ফিরে পাই নিজের শৈশব।’

ছেলে অন্তঃপ্রাণ এই তারকা পিতা এবার সে জায়গা থেকে খানিক বেরিয়ে এলেন। গানে ও ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছেন পিতৃত্বের অকৃত্রিম রূপ। সবার সামনে কাঁচা-পাকা চুল নিয়ে হাজির হচ্ছেন পিতা আসিফ আকবর। যদিও গানটিতে পিতা আসিফের সঙ্গে তার পুত্রদ্বয়কে পাওয়া যাচ্ছে না। তিনি পর্দায় হাজির হচ্ছেন তার কন্যাকে নিয়ে! কিন্তু দুই পুত্রের জনক আসিফ আকবরের আবার কন্যা এলো কোথা থেকে?
তার আগে জেনে নেওয়া যাক, মিউজিক ভিডিওটি প্রসঙ্গে। আসিফ-ন্যান্‌সি গেল বছর নতুন করে কণ্ঠে তুলেছেন কাজী হায়াত পরিচালিত ‘দ্য ফাদার’ ছবির সেই বিখ্যাত গান ‘আয় খুকু আয়’ গানটি। যেটির মূল দুই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার। আসিফ-ন্যান্‌সির কণ্ঠে গাওয়া এ গানটি স্থান পায় তাদের ‘ঝগড়ার গান’ অ্যালবামে। নতুন করে গাওয়া গানটি বেশ প্রশংসিত হয়। সেই প্রশংসার পালে আরেকটু হাওয়া লাগাতেই সম্প্রতি নির্মিত হলো এর গল্পনির্ভর একটি ভিডিও। যাতে আসিফ আকবর বাবার চরিত্রে অভিনয় করেছেন। আর কন্যা হিসেবে ন্যান্‌সির বদলে আছেন তাসিন ও শ্যারন নামের দুই মডেল। এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানটি এখন সম্পাদনার টেবিলে। দুই সপ্তাহের মধ্যে এটি মুক্ত হবে আসিফের ইউটিউব চ্যনেলসহ বিভিন্ন টিভি চ্যানেলে।

স্ত্রী ও দুই পুত্রের সঙ্গে আসিফব্যক্তিজীবনে দুই পুত্রের জনক বলেই কি কন্যাকে নিয়ে এমন ঐতিহাসিক গানটিকে নতুন করে বেছে নিলেন? আসিফ বলেন, ‘না। তেমন কিছু মোটেই নয়। এটা ঠিক, একটা মেয়ে থাকলে ভালোই লাগত। তবে দুই ছেলেকে নিয়ে আমি শতভাগ খুশি।’ আসিফ আরও বলেন, ‘গানটির সঙ্গে আমার অনেক আবেগ জড়িত। ছোটবেলা থেকে গানটি শুনে বড় হয়েছি। এখনও নিয়মিত শুনছি। আমার সদ্য প্রয়াত এক দুলাভাই সারাজীবন আমাকে বলেছেন- এ ধরনের গান গাইবার জন্য। পুলক বন্দোপাধ্যায়ের লেখা এ গানটির কথা-সুরে যে নাস্টালজিয়া আছে সেটা সব পিতা ও সন্তানের কাছেই সমান আবেদন রাখে। সে জন্যই গানটি গাইলাম এবং ভিডিও করলাম। সে ভিডিওতে বাবার দুটি চরিত্রে অভিনয়ও করলাম। ভালোই লেগেছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প