সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মিলার-ওয়াটসনকে ম্যাচপ্রতি রংপুর কত দিচ্ছে জানেন?

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসছেন অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন দক্ষিণ আফ্রিকান কিলার খ্যাত ডিভিড মিলার।

রংপুর রাইডার্সের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, ডেভিড মিলারকে ম্যাচ প্রতি দিতে হবে ২৫ হাজার ডলার করে (প্রায় ১৯ লাখ ৭৪ হাজার টাকা)। ৬ ম্যাচ খেলে ডেভিড মিলার রংপুরের কাছ থেকে নিয়ে যাবেন প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

শেন ওয়াটসনের মূল্য কত? জানতে চাইলে রংপুর রাইডার্সের সেই সূত্রটি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তবে এটা জানিয়েছেন যে, মিলারের চেয়েও বেশি মূল্য দেয়া হবে ওয়াটসনকে।

মিলার এবং ওয়াটসনের মূল্যের বিষয়টা আবার দুটি মিডিয়াকেও বলেছেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান ড. এরতেজা হাসান। তিনিও বলেছেন প্রায় একই কথা। মিলারকে দেয়া হবে ম্যাচ প্রতি ২৫ হাজার ডলার আর ওয়াটসনকে দেয়া হবে তার চেয়েও বেশি।

তবে রংপুরে এখনও পর্যন্ত বিদেশি রিক্রুটমেন্ট হওয়া ক্রিকেটারদের মধ্যে মূল্য সবচেয়ে বেশি পাকিস্তানি শহিদ আফ্রিদির। পুরো টুর্নামেন্টে তাকে দিতে হচ্ছে প্রায় দেড় কোটি টাকা।

বিপিএলের শুরুতে রংপুরকে গোনায়ও ধরেনি কেউ। আইকন ক্রিকেটার বলতে যাকে পেয়েছে রংপুর রাইডার্স, তিনি বেশ কিছুদিন ধরে ফর্মহীনতায়। যে কারণে জাতীয় দল থেকেই বাদ পড়তে হয়েছিল তাকে। সৌম্য সরকার যে দলে আইকন, সে দল নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি কেউ।

আলোচনায় ছিল, রংপুর রাইডার্সের অধিনায়ক হবেন কে। পাকিস্তানি শহিদ আফ্রিদি দলে থাকায় সবাই ভেবেছিল, বুঝি তার ঘাড়েই নেতৃত্বের ভার তুলে দেয়া হবে; কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো রংপুরের অধিনায়ক করা হলো নাঈম ইসলামকে।

প্রথা বিরুদ্ধ চলা রংপুর রাইডার্সকে নিয়ে তাই বাজি ধরারও সাহস হয়তো কেউ করেনি। কিন্তু গড়পড়তার সেই দলটিই কি না শেষ পর্যন্ত বাজিমাত করে চলেছে এবারের বিপিএলে। এখনও পর্যন্ত একটি মাত্র পরাজয় তাদের। ৫ ম্যাচের চারটিতেই জয়। উঠে গেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।

গড়পড়তার দল নিয়ে যেভাবে একের পর এক বাজিমাত করে চলছে দলটি, তেমনি বিদেশি রিক্রুটমেন্টেও চমক দেখাচ্ছে তারা। আগেই জানা গিয়েছে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলি এবং যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ও বিধ্বংসী ব্যাটসম্যান কিলার মিলার খ্যাত ডেভিড মিলার এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ঢাকা পর্বের শেষ ছয়টি ম্যাচ খেলবেন কিলার মিলার। আর শেষ চারটি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ান শেন ওয়াটসনের।

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা