মিসবাহকে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত সময় দিল পিসিবি!
সময় এসেছে বিদায় নেওয়ার। যে বোর্ডের ইচ্ছায় এতদিন খেলে চলেছেন মিসবাহ উল হক, সেই বোর্ড এবার তাকে সময় বেঁধে দিল। ওয়েস্ট ইন্ডিজ সফরই হয়তবা পাক টেস্ট অধিনায়কের ক্যারিয়ারের শেষ সিরিজ হতে যাচ্ছে। আসন্ন মার্চ-এপ্রিলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই তিনি যেন অবসরের ঘোষণা দেন- এই মর্মে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ইতিমধ্যেই মিসবাহকে জানিয়ে দিয়েছেন বোর্ডের চাওয়া। ইতোমধ্যেই আসন্ন ক্যারিবীয় সফরের জন্য টেস্ট দলের অধিনায়ক হিসেবে মিসবাহর নাম ঘোষণা করা হয়েছে। তার আগে অবশ্য মিসবাহ খেলা চালিয়ে যাবার ইচ্ছা বোর্ডকে জানিয়েছিল।
শাহরিয়ার খান বলেছেন, “আমি এ ব্যপারে মিসবাহর সঙ্গে কথা বলেছি এবং তার ভবিষ্যত নিয়েও আলোচনা করেছি। আমি তাকে জানিয়ে দিয়েছি ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবার সময় এসেছে। সে বলেছে পিএসএল এর পারফরমেন্সের পরে এ ব্যপারে সে আমার সাথে কথা বলবে। সে অনুযায়ী গত সপ্তাহে আমার কাছে এসে জানিয়েছে সে আসন্ন সিরিজে খেলতে চায়। সে কারনেই নির্বাচকরা তাকে অধিনায়ক হিসেবে বহাল রেখেছে। ”
তিনি আরও বলেন, “মিসবাহর চাওয়ার সঙ্গে এটাও চিন্তা করতে হবে এই সিরিজেই তার বয়স ৪৩ বছর হতে যাচ্ছে। আমার মনে হয়না এই সফরের পরে তার আর খেলা চালিয়ে যাবার প্রয়োজন রয়েছে। ”
এবারের শীত মৌসুমেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজে পরাজিত হবার পরেই মিসবাহকে তার ভবিষ্যত নিয়ে বিবেচনা করতে অনুরোধ জানিয়েছিলেন বোর্ড চেয়ারম্যান। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে অধিনায়ক বিবেচনা করার পেছনে দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেটে তার অবদানের বিষয়টি চিন্তা করা হয়েছে। এছাড়া ক্যারিয়ারে একটি ভাল অবস্থানে থেকে যাতে সে অবসরে যেতে পারে সে বিষয়টিও দেখা হয়েছে। আসন্ন সিরিজে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক, কোচ মিকি আর্থারের সাথে বোর্ডের একমাত্র ব্যক্তি হিসেবে শাহরিয়ার খানই মিসবাহকে অধিনায়ক হিসেবে বহাল রাখার পক্ষে নিজের মত দিয়েছেন।
এছাড়া পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা প্রসঙ্গে শাহরিয়ার খান বলেছেন, “পিএসএল ফাইনাল লাহোরে সফলভাবে আয়োজনের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরছে এমন ভাবার কোন কারণ নেই। এটা শুধুমাত্র একটি ধাপ। এখনো এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। বিশেষ করে এশিয়ান দলগুলোকে পাকিস্তানে নিয়ে আসার আসার ব্যবস্থা করতে হবে। তবে পিএসএল ফাইনাল এখানে আয়োজনের মাধ্যমে একটি বিষয় অন্তত আমরা প্রমান করতে পেরেছি সফরকারী দলগুলোর জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি। “
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন