মিস্টার বিনের মৃত্যুর !
মিস্টার বিনখ্যাত জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাককিনসন মারা গেছেন। এমন খবর কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। বিবিসির একটি লোগো দেওয়া রোয়ানের একটি ছবি টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেখানে লেখা ছিল আত্মহত্যা করেছেন রোয়ান। শোকবার্তার বন্যা বয়ে যায়। কান্নাকাটি শুরু করে দেন ভক্তরা।
তবে কিছু ক্ষণের মধ্যেই খবরটা যে ভুল তা চাউর হয়ে যায়। এর পর রোয়ানের অনুরাগীরা ওয়েব ওয়ার্ল্ডে ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত টুইটারেই জানা যায়, রোয়ান ভাল আছেন।
এর আগে ২০১২ সালে রোয়ানের মৃত্যুর ভুয়ো খবর একবার চাউর হয়েছিল। সে সময় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন