মিয়ানমারে এখন ফলাফলের জন্য অপেক্ষা

মিয়ানমারে নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। রোববার বিকেলে দেশটিতে ভোট গ্রহণ শেষেই ভোট গণনা শুরু হয়। তবে নির্বাচনে কারা জয়ী হয়েছে, তা জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর রোববার দেশটিতে ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সবার অংশগ্রহণে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। প্রায় তিন কোটি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যদিও নির্বাচনে কারা জয়লাভ করবে, তা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে দেশটির বর্তমান বিরোধী দল শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থকরা ইয়াংগুনে দলের সদর দফতরের সামনের রাস্তা অবরোধ করে দলীয় পতাকা নেড়ে আনন্দ-উল্লাস করছেন।
১৯৯০ সালের নির্বাচনে এনএলডি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে। এরপর এনএলডির নেতাদের ওপর নেমে আসে গ্রেফতার-নির্যাতনের খড়্গ। সু চি তার বাসভবনে টানা ১৫ বছর গৃহবন্দি ছিলেন। এই অবস্থায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় শান্তিপূর্ণ আন্দোলনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।
দীর্ঘ আন্দোলন ও আলোচনার পর গত বছর দেশটির প্রেসিডেন্ট প্রাক্তন সেনাপ্রধান থেইন সেইন নির্বাচন আয়োজনার কথা জানান। তবে সংবিধান সংশোধন করে নির্বাচনে জয়ী হলেও সু চির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রদ করা হয়। সংবিধানের নতুন সংশোধন অনুযায়ী কারো স্বামী বা স্ত্রী ও সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বিবেচিত হবেন।
তবে এবারের নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ভোটদানে অযোগ্য ঘোষণা করা। ২০১০ সালের নির্বাচনেও তারা ভোট দিতে পেরেছিলেন। বর্তমানে দেশটিতে ভোট দিতে সক্ষম এমন ১৩ লাখ রোহিঙ্গা রয়েছেন।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন