মিয়ানমারে রোহিঙ্গা কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ

মিয়ানমারে বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সংঘাতের সমাধান খুঁজে পেতে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানকে প্রধান করে গঠন করা পরামর্শক কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে স্থানীয় বাসিন্দা ও বৌদ্ধ ভিক্ষুরা এ বিক্ষোভ করেছে।
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাটি গণতান্ত্রপন্থী নেত্রী অংসান সু চির মানবাধিকার রক্ষার প্র্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করছে। গত বছর মিয়ানমারের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পাওয়া সু চির দল এনএলডি-র জন্য এই ইস্যুটি একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি পথ খুঁজতে কফি আনানকে প্রধান করে নয় সদস্যের একটি কমিশন গঠন করেছেন সু চি।
মঙ্গলবার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়িতে দুদিনের সফরে গিয়েছেন আনান। এর আগেই বিক্ষোভকারীরা বিমানবন্দরে অবস্থান নেয়। তারা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করে। কফি আনান কমিশনকে তারা ‘বিদেশি হস্তক্ষেপে পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করছে।
আনান তার সফরকালে একটি সমাবেশে বক্তব্য দেন। পরে তিনি বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায় ও রাখাইন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। স্থানীয় কর্মকর্তা ও রাখাইনের বৌদ্ধ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ আমরা এখানে আমাদের ভাবনা ও পরামর্শ প্রদানের জন্য এসেছি।’
এর আগে মঙ্গলবার মিয়ানমারের পার্লামেন্টের নিম্মকক্ষে রোহিঙ্গা বিষয়ক কমিশনে বিদেশিদের বাদ দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা হয়। তবে এ প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
কাইয়াও জিন ওয়াই নামের ৫২ বছর বয়সী এক রংমিস্ত্রি বলেন, ‘এই কমিশনে আমি বিদেশিদের দেখতে চাই না। আমি এমন একটি কমিশন দেখতে চাই যার মধ্যে রাখাইন নাগরিক যুক্ত থাকবে।’
সু চির গঠন করা কমিশনের দুই রাখাইন সদস্য রাখাইন রাজ্যের জনগণের ‘প্রতিনিধিত্ব’ করে না বলে দাবি করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন