মিয়ানমার সীমান্তে আরো ক্যাম্প হবে : বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমারের ১১০ কিলোমিটার সীমান্ত এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে। অরক্ষিত সীমান্তের সুরক্ষায় বিজিবি নিরাপত্তা বাড়িয়েছে। নতুন আরো কয়েকটি ক্যাম্প নির্মাণ করা হবে।
বিজিবি মহাপরিচালক আরো বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবি সীমান্ত অঞ্চলে সবসময় সতর্কবস্থায় রয়েছে। কিন্তু সীমান্ত শতভাগ সিলগালা করা সম্ভব নয়। তবে ফাঁক-ফোকড় দিয়ে যারা (রোহিঙ্গা) এরই মধ্যে বাংলাদেশে ঢুকে পড়েছে, তাদেরও মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরত পাঠানো হবে। মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ৮৯তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবিপ্রধান। আজ বৃহস্পতিবার সকালে বাইতুল ইজ্জত বর্ডার গার্ড প্রশিক্ষণকেন্দ্রে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক।
এ সময় অন্যদের মধ্যে বর্ডার গার্ড প্রশিক্ষণকেন্দ্র ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, সেনাবাহিনীর বান্দরবান ৬৯ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, চট্টগ্রাম উত্তর-পশ্চিম রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, বান্দরবান বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরীসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, নতুন ৮৯তম ব্যাচ রিক্রুটদের মধ্যে ৫০১ জন পুরুষ এবং ৯৩ জন নারী রয়েছে। এদের মধ্যে শ্রেষ্ঠ নবীন সৈনিক সিপাহী বদিয়ার আলম এবং শ্রেষ্ঠ নারী সৈনিক সিপাহী স্মৃতি আক্তার দুজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন