‘মীর কাসেম আলীদের ফাঁসিতে জাতি কলঙ্কমুক্ত’

নৌ পরিবহন মন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ-বিচার আন্দোলনের কমিটির আহ্বায়ক শাজাহান খান বলেছেন, ‘পাপ কোন দিন চাঁপা থাকে না। পাপিষ্ঠদের জন্য মায়া কান্না করে লাভ নেই। ১৯৭১ সালে ধর্ষণ ও মানুষ হত্যা করে যুদ্ধাপরাধীরা যে পাপ করেছে তা ক্ষমার অযোগ্য। এ জন্য মীর কাসেম আলীসহ অন্যদের ফাঁসি হয়েছে। একই সাথে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’
আসন্ন ঈদ-উল আজহাকে সামনে রেখে রবিবার নগরীর বান্ধ রোড নৌ-নিরাপত্তার বিষয়ে বরিশাল কেন্দ্রীয় নৌ-বন্দর এলাকা পরিদর্শনকালে শাজাহান খান সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এ সময় শাজাহান খান আরও বলেন, ‘দেশে যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক তেমনি জঙ্গিদেরও বিচার হবে। জঙ্গিদের ব্যাপারেও কোন প্রকার ছাড় দেয়া হবে না। যুদ্ধাপরাধীরা যে অপরাধ করেছিলো জঙ্গিরাও সেই একই অপরাধ করছে। এরা ধর্মের নামে সাধারণ মানুষকে হত্যা করছে। এতে জঙ্গিরা বেহেস্তে নয়, দোযখে যাবে।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রশ্ন তোলার বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল করার প্রশ্নে কোন সহানুভূতির জায়গা নেই। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ দমনে সরকারের অবস্থান দৃঢ়। কেউ যদি দরদ দেখায় তাতে কোন লাভ নেই।’
দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদে নৌ-পথে যাতায়াত করে জানিয়ে তিনি বলেন, ‘তাই নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে ইতোমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, লঞ্চ মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করে সবাইকে নৌ-দুর্ঘটনা রোধ এবং যাত্রীদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন নির্দেশনামূলক প্রচার প্রচারণা চালাচ্ছেন।’
নৌ-বন্দর এলাকা পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসি’র সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ, মেট্রো-পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ প্রমুখসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।-বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন