মুক্তামনি ফিরছে বাড়ি

বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মুক্তামনি প্রায় ছয় মাস পর অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী মুক্তামনিকে ছাড়পত্র দেয়া হয়েছে। শুক্রবার সে তার পরিবারের সঙ্গে বাড়ি যাবে।
মুক্তামনির চিকিৎসা এখনো সম্পন্ন হয়নি জানিয়ে সামন্ত লাল বলেন, তাকে (মুক্তামনি) আমরা ফলোআপে রেখেছি। তাকে আবার হাসপাতালে আসতে হবে। হেমানজিওমা রোগে আক্রান্ত মুক্তামনির আর অস্ত্রোপচার দরকার নেই। মুক্তামনি পরিবারের সদস্যরা বাড়ি যেতে চাইছে তাই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
গত ১১ জুলাই মুক্তামনিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে আট সদস্যের টিম মুক্তামনির চিকিৎসা করেছে। তাকে অস্ত্রোপচার করা হয়েছে কয়েক দফা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন