মুক্তিযুদ্ধে ভারত সহমর্মী বন্ধুর পরিচয় দিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমতকে পক্ষে আনতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়ার পাশাপাশি ভারত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সাহায্য করে প্রকৃত সহমর্মী বন্ধুর পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে ৪৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস সেলিব্রেশন-২০১৬ অনুষ্ঠানের মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অবদানের কথা স্মরণ করে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে মু্ক্তিযোদ্ধাদের একটি দল অংশ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী ভারতীয় ইস্টার্ন কমান্ডের কথা স্মরণ করে বলেন ‘মুক্তিবাহিনী ও ভারতের ইস্টার্ন কমান্ডের সমন্বয়ে গঠিত সম্মিলিত বাহিনীর সমন্বিত যুদ্ধ পরিকল্পনায় খুব অল্প সময়েই পাক বাহিনী ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।
মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল শ্যাম মনেকশ, ভারতীয় ইস্টার্ন কমান্ডের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ইস্টার্ন কমান্ডের তৎকালীন চিফ অফ স্টাফ মেজর জেনারেল জে এফ আর জ্যাকবসহ স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বাহিনীর যেসব সদস্য শহীদ ও নিখোঁজ হন মন্ত্রী তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উল্লেখ্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের আয়োজনে প্রতিবছর কোলকাতায় বিজয়ের মাসে বিজয় দিবস সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন