শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুক্তিযোদ্ধার আত্মহত্যা: সচিবকে জিজ্ঞাসাবাদ না করেই চার্জশিট চূড়ান্ত!

মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনায় পুলিশ তদন্ত শেষ করে আনলেও এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবকে। যদিও মুক্তিযোদ্ধা আইয়ুব আলী তার সুইসাইড নোটে ওই সচিবকেই দায়ী করে গেছেন। এই অবস্থায় কী করে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলা যায়; প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট একজন দাবি করেন, তদন্তের শেষ বলে কিছু নেই!

এই প্রতিবেদক একমাস আগেও ফোন করেছিলেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রকে। সেসময়ই একই উত্তর পাওয়া গিয়েছিলো।

গেল ৭ জুলাই রাজধানীর তোপখানা রোডে কর্ণফুলী আবাসিক হোটেলে বিষপানে আত্মহত্যা করেন চট্টগ্রামের সাতকানিয়া শাখা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও চট্টগ্রাম দক্ষিণ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আইয়ুব খান। তিনি চার পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে যান।

ঢাকার জেলা প্রশাসক বরাবর লেখা চিঠিতে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নানকে মাছ, শুঁটকি ও টাকা দেয়ার পরও কমিটি ঘোষণা না করায় টাকা ফেরত চাইলে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার অভিযোগ করেন। ওই অপমানের কারণেই তিনি আত্মহত্যা করেন বলেও সুইসাইড নোটে লিখে যান।

সেই সুইসাইড নোটটি উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। যেখানে হস্তলিপি বিশেষজ্ঞদের একটা ইউনিট রয়েছে। তবে তাদের প্রতিবেদন এখনও পায়নি বলে দাবি করেছ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার সাব ইন্সপেক্টর (এসআই) মামুন ফরাজি ।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা আইযুব খানের তদন্ত কাজ অনেক দ্রুত এগিয়েছে। বলতে পারেন শেষ পর্যায়ে।’ পরেক্ষণেই তিনি জানালেন, ‘সিআইডির হস্তলিপি বিশারদদের কাছে পাঠানো চিঠি পরীক্ষার প্রতিবেদন এখনো তাদের কাছে আসেনি।’

গেলে ২৭ জুলাই ওই মামলার অগ্রগতি বিষয়ে প্রিয়.কম -এর তরফে যোগাযোগ করা হলেও তার কাছ কাছ থেকে একই রকমের বক্তব্য পাওয়া যায়।

তাহলে কীভাবে তদন্ত কাজ চুড়ান্ত হলো এমন এক প্রশ্নের জবাবে দাবি করেন, ‘পৃথিবীর কোনো তদন্তেরই শেষ বলে কিছু নেই। একটি পর্যায়ে গিয়ে সীদ্ধান্ত নিতে হয় মাত্র।’ আর এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন মামুন ফরাজি। তবে এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবকে এমএ হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে রাজধানীর শাহবাগ জোনের সহকারি কমিশনার (এসি) শিবলী নোমান প্রিয়.কমকে বলেন, ‘বস্তুনিষ্ট সাক্ষ্যপ্রমাণ ছাড়া তদন্তের বিষয়ে কমেন্ট করা ঠিক না। তদন্ত চলছে শেষ হলে আপনারাও জানতে পারবেন। ’

তিনি বলেন, ‘সুইসাইড নোটটি পরীক্ষার জন্য সিইডির কাছে পাঠানো হয়েছে। সেই পরীক্ষার প্রতিবেদন এখনো আমাদের কাছে আসেনি। তবে নোটটি মুক্তিযোদ্ধা আইয়ুবের হাতের লিখা ছিল সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’

চাঞ্চল্যকর এ আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী নিহতের মামাতো ভাই আমির হোসেনের সঙ্গে বার বার কথা বলেছেন তদন্তকারী কর্মকর্তা। তিনি বলেন, ‘আপনারা তো বুঝতেই পারছেন বড় মানুষদের বিরুদ্ধে অভিযোগ হলে যা হয় আরকি।’ তিনি দাবি করেন, ‘তদন্ত হচ্ছে তবে খুব ধীর গতিতে’।

এ বিষেয় শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, ‘মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে তিনি চেনেন না। তার সম্পর্কে চিরকুটে যা বলা হয়েছে তা সত্য নয়।’

আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনাকারীকে দণ্ডবিধির ৩০৬ ধারা অনুযায়ী ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আর আত্মহত্যার চেষ্টাকারীর শাস্তি দণ্ডবধির ৩০৯ ধারায় এক বছর কারাদণ্ড। তদন্ত কর্মকর্তা জানান, ‘প্ররোচণার অভিযোগ প্রমাণ হলে প্ররোচনাকারীকে গ্রেপ্তারে আইনগত বাধা নেই।’
প্রিয়.কম

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ