মুক্তির আগেই আইনি ঝামেলায় ‘আজহার’
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিত ‘আজহার’ চলচ্চিত্রটি মুক্তি পেতে আর কিছুদিন বাকি। মুক্তির আগেই আইনি ঝামেলায় পড়তে যাচ্ছে ছবিটি। আর চলচ্চিত্রটি নিয়ে আপত্তি তুলেছেন আজহার উদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানি ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য মনোজ প্রভাকর। ‘আজহার’-এর কাহিনি নিয়ে প্রয়োজনে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি আজহার উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। ছবিতে তার ভূমিকায় অভিনয় করছেন নার্গিস ফখরি। তার চরিত্রটিকে সংসার ভাঙার কাজেই ছবিতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ সঙ্গীতা বিজলানির। এতেই বেজায় চটেছেন তিনি। যদিও এখনো ছবিটি দেখেননি তিনি। তাই প্রথমে ‘আজহার’ দেখে, প্রয়োজন বুঝলে তারপরই আদালতে যাওয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
অনেকটা একই সুর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভাকরেরও। মোহাম্মদ আজহারউদ্দিনের ‘ম্যাচ ফিক্সিং’ এর প্রধান সাক্ষী তিনি। তার আশঙ্কা, এটি যেহেতু আজহার উদ্দিনের বায়োপিক, তাই ছবিতে প্রাক্তন অধিনায়কের চরিত্রটি সহানুভূতির সঙ্গেই চিত্রিত হবে। অভিযোগের আঙুল ঘুরে যাবে অন্যের দিকে। ‘আজহার’ মুক্তি পাওয়ার আগে তার জন্য স্পেশাল স্ক্রিনিং-এর আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু ছবির নির্মাতারা সে কথায় কান দেননি। ছবি দেখে প্রয়োজনে আদালতে যাবেন বলে জানিয়েছেন মনোজও। একই কারণে ‘আজহার’ মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিং-এর দাবি জানান কপিল দেব, নভ্যোজিৎ সিং সিধু এবং রবি শাস্ত্রীও। টনি ডি সুজা’র পরিচালনায় ‘আজহার’-এ নামভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। এতে আরও অভিনয় করেছেন, প্রাচী দেশাই, লারা দত্ত প্রমুখ। ছবিটি ১৩ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন