মুক্তির আগেই আইনি ঝামেলায় ‘আজহার’

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিত ‘আজহার’ চলচ্চিত্রটি মুক্তি পেতে আর কিছুদিন বাকি। মুক্তির আগেই আইনি ঝামেলায় পড়তে যাচ্ছে ছবিটি। আর চলচ্চিত্রটি নিয়ে আপত্তি তুলেছেন আজহার উদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানি ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য মনোজ প্রভাকর। ‘আজহার’-এর কাহিনি নিয়ে প্রয়োজনে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি আজহার উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। ছবিতে তার ভূমিকায় অভিনয় করছেন নার্গিস ফখরি। তার চরিত্রটিকে সংসার ভাঙার কাজেই ছবিতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ সঙ্গীতা বিজলানির। এতেই বেজায় চটেছেন তিনি। যদিও এখনো ছবিটি দেখেননি তিনি। তাই প্রথমে ‘আজহার’ দেখে, প্রয়োজন বুঝলে তারপরই আদালতে যাওয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
অনেকটা একই সুর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভাকরেরও। মোহাম্মদ আজহারউদ্দিনের ‘ম্যাচ ফিক্সিং’ এর প্রধান সাক্ষী তিনি। তার আশঙ্কা, এটি যেহেতু আজহার উদ্দিনের বায়োপিক, তাই ছবিতে প্রাক্তন অধিনায়কের চরিত্রটি সহানুভূতির সঙ্গেই চিত্রিত হবে। অভিযোগের আঙুল ঘুরে যাবে অন্যের দিকে। ‘আজহার’ মুক্তি পাওয়ার আগে তার জন্য স্পেশাল স্ক্রিনিং-এর আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু ছবির নির্মাতারা সে কথায় কান দেননি। ছবি দেখে প্রয়োজনে আদালতে যাবেন বলে জানিয়েছেন মনোজও। একই কারণে ‘আজহার’ মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিং-এর দাবি জানান কপিল দেব, নভ্যোজিৎ সিং সিধু এবং রবি শাস্ত্রীও। টনি ডি সুজা’র পরিচালনায় ‘আজহার’-এ নামভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। এতে আরও অভিনয় করেছেন, প্রাচী দেশাই, লারা দত্ত প্রমুখ। ছবিটি ১৩ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন