মুক্তির আগেই উত্তাপ ছড়াচ্ছে ‘লাভ গেমস’ দেখুন… (ভিডিও সহ)

মুক্তির আগেই উত্তাপ ছড়াচ্ছে বিক্রম ভাটের চলচ্চিত্র লাভ গেমস। আগামী ৮ এপ্রিল মুক্তি পাবে চলচ্চিত্রটি। এ উপলক্ষে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এ চলচ্চিত্রের ট্রেইলার। তারপরই উত্তাপের মাত্রা বাড়তে চলেছে বলিউড ভক্তদের।
ইরোটিক থ্রিলার ধর্মী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন, পত্রলেখা এবং গৌরব অরোরা। ‘সিটি লাইফ’ নায়িকা পত্রলেখা এর আগেও অভিনয়ের জন্য চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। রাজ কুমারের বিপরীতে এ চলচ্চিত্রে অভিনয়ের পর থেকেই বলিপাড়ায় জায়গা করে নিতে শুরু করেছেন পত্রলেখা।
লাভ গেমস চলচ্চিত্রে গৌরব চোপড়ার সঙ্গে ফ্লার্ট করতে দেখা যাবে পত্রলেখাকে। প্রথমে বিষয়টিকে লাভ গেম হিসেবে নিলেও, বাস্তব জীবনে তা অন্য রূপ নেয়। আর তারপর-ই ভিন্ন খাতে বইতে শুরু করে চলচ্চিত্রটির কাহিনি।
প্রকাশিত ট্রেইলারে গৌরব চোপড়া এবং পত্রলেখাকে বেশ কয়েকবার অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়।
সময়ের সঙ্গে বলিপাড়ায় ইরোটিক থ্রিলার ধর্মী চলচ্চিত্রের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এর আগে জিসম, জিসম-২, হেট স্টোরি ১ থেকে হেট স্টোরি ৩ প্রতিটি চলচ্চিত্রই বেশ উত্তাপ ছড়িয়েছে দর্শক মনে। এবার সময়ের অপেক্ষা দেখা যাক, মুক্তি প্রতীক্ষিত লাভ গেমস দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন