মুক্তির আগেই ভারতের সেরা বাংলা ছবি শঙ্খচিল
ঘোষিত হয়েছে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের তালিকায়। সেখানে গৌতম ঘোষ পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’ সেরা বাংলা ছবি বিভাগের সেরা পুরস্কার জিতে নিয়েছে।
আজ সোমবার, ২৮ মার্চ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা গেল মুক্তির অপেক্ষায় থাকা ‘শঙ্খচিল’ ছবিটির নাম। পুরস্কার হিসেবে এটি পাচ্ছে নগদ ১ লাখ রুপি।
‘শঙ্খচিল’ যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশে থেকে হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর এবং ভারতের পক্ষে প্রসেনজিৎ চ্যাটার্জি ও মৌ রায় চৌধুরী।
ছবির এই স্বীকৃতি প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে ফরিদুর রেজা সাগর বলেন, ‘যে কোনো স্বীকৃতিই ভালো লাগে। চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। গৌতম ঘোষের কাজ সম্পর্কে বাংলা ভাষার চলচ্চিত্রপ্রেমীদের নতুন করে বলবার কিছু নেই। তিনি যখনই কিছু নির্মাণ করতে এসেছেন তখনই বাজিমাত করেছেন। তাকে অভিনন্দন জানাই। এই ছবির অন্যান্য প্রযোজক, কলাকুশলীসহ এর সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই। সেইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুড়ি বোর্ডকেও।’
ছবি মুক্তির আগেই পুরস্কার প্রাপ্তির বিষয়ে তিনি আরো বলেন, ‘ভারতে নিয়ম হলো ডিসেম্বরের মধ্যে কোনো ছবি সেন্সর ছাড়পত্র পেলে তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিবেচনা করা হয়। সেদিক থেকেই ছবিটিকে বাছাই করা হয়েছে।’
‘শঙ্খচিল’ দুই বাংলাতেই দর্শকদের মন জয় করবে বলেও আশা প্রকাশ করেন দেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।
ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও কুসুম সিকদার। দুই বাংলার এই দুই তারকাকে দেখা যাবে দম্পতির ভূমিকায়। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছে সাঁঝবাতি। এছাড়াও অভিনয় করেছেন দীপঙ্কর দে, মামুনুর রশীদ, শাহেদ আলী, নকুল বৈদ, প্রিয়াংশু চ্যাটার্জি, রিয়াজ মাহমুদ, উষসি চক্রবর্তী, অরিন্দম শীল।
সীমান্তবর্তী মানুষদের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। এর কিছু অংশের কাজ হয়েছে সাতক্ষীরায়। ছবিটি দুই বাংলাতে মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন