মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ল ‘হাউসফুল থ্রি’

মুক্তির প্রথম দিনেই ১৫ কোটি রূপি আয় করে নতুন রেকর্ড গড়েছে ‘হাউসফুল থ্রি’। শুধু তাই নয় এরইমধ্যে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষয়-রিতেশদের এই সিনেমা। এ তালিকায় প্রথম স্থানে আছে শাহরুখের ‘ফ্যান’।
অক্ষয়সহ বলিউডের অন্যান্য তারকাদের নিয়ে কমেডি ধাঁচের এই ছবিটি শুধু ভারতেই ৩৭০০ সিনে-পর্দায় মুক্তি দেয়া হয়েছে। আর বিশ্বময় ছবিটি মুক্তি পেয়েছে ৬৭০টি প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে ৪৩৭০টি সিনেমার পর্দায় চলছে ‘হাউসফুল থ্রি’।
সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৬৫ কোটি রূপি। আর প্রিন্ট ও বিজ্ঞাপনে খরচ হয় ২০ কোটি রূপি। সব মিলিয়ে বাজেট ছিল ৮৫ কোটি রূপি। ট্রেড অ্যানালিস্ট তারন আদর্শের মতে, চলতি সপ্তাহেই ‘হাউজফুল থ্রি’ ৫০ কোটি রূপি ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, বলিউডের কমেডি ঘরনার সিনেমা ‘হাউসফুল’! প্রথমবার নির্মাণের পরেই তুমুল দর্শকপ্রিয়তা পাওয়ায় প্রযোজক বাধ্য হয়েই ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল করেছিলেন। যথারীতি সেটিও দর্শক সাধরে গ্রহণ করে। তাই এবার সিনে পর্দায় তৃতীয় সিক্যুয়াল নিয়ে হাজির হলেন সাজিদ নাদিওয়ালা। সাজিদ ফরহাদের যৌথ নির্মাণে ‘হাউসফুল থ্রি’-সিনেমায় অক্ষয় ও রিতেশ দেশমুখ ছাড়াও এবার নতুন যুক্ত হলেন অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি এবং লিসা হায়দন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন