মুক্তি পেয়েছেন নায়িকা মাহির কথিত স্বামী শাওন

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির কথিত স্বামী শাহরিয়ার ইসলাম শাওন অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
আজ সোমবার শাওনের আইনজীবী বেলাল হোসেন বলেন, ‘জামিন আদেশের অনুলিপি কারাগারে পৌঁছার পর গত শুক্রবার বিকেলে শাওন কারাগার থেকে মুক্তি পান।’
এর আগে গত বৃহস্পতিবার শাওনের জমা দেওয়া মাহি-শাওনের কথিত বিয়ের কাবিননামা এবং উপস্থাপিত তথ্যে সন্তুষ্ট হয়ে এক লাখ টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।
বেলাল হোসেন বলেন, শারমিন আক্তার নিপা ওরফে মাহির সঙ্গে শাওনের বিয়ে হয় বলে কাবিননামা রয়েছে। বিয়ের বিভিন্ন ছবি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে কে বা কারা ছড়িয়ে দিয়েছে, তা শাওনের জানা নেই। বিয়ের বিষয়ে সত্যতা জানাতে আদালতে কাবিননামা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে মাহিয়া মাহির বাবা-মা দুজনেই আদালতে উপস্থিত হয়ে জামিনের বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই বলে অঙ্গীকারনামা দেন। এ বিষয়ে তাঁরা পারিবারিকভাবে আপস-মীমাংসা করবেন বলে আদালতকে অবহিত করেন। পরে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালত শাওনের জামিন মঞ্জুর করেন।
গত ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে শাওনকে গ্রেপ্তার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন