মুখ্যমন্ত্রীর লেখা গান এবার গাইতে হবে স্কুল ছাত্রীদের। শুনুন সেই গান
কবিতা লেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম রয়েছে। এবার তাঁর লেখা গান গাওয়ার ‘নির্দেশ’ দিলেন তিনি।
ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করতে গিয়ে কন্যাশ্রী নিয়ে নিজের লেখা গান স্কুলে গাইতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সভায় বক্তৃতা দেওয়ার সময়ে তিনি রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে উপকৃত ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তিনি একটি গান লিখেছেন কন্যাশ্রী নিয়ে। সুর দিয়েছেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই গানটি স্কুলে গাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে মমতা বলেন, তিনি সবুজসাথী প্রকল্প নিয়েও একটি গান বেঁধেছেন। দু’টি গানই এ দিন ইন্দ্রনীল গেয়ে শোনান।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে আর নাবালিকাদের বিয়ে আটকাতে মমতার স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী নজর কেড়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনেরও। এই প্রকল্প তাঁর গর্বেরও। সেই কন্যাশ্রী নিয়ে গান বেঁধে ফেলা তাই অস্বাভাবিক নয়। মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে ছাত্রীদের বলেন, এই গানটি স্কুলে গাইতে বলেন। ভাষণের পরে ইন্দ্রনীল যে গানটি গাইবেন সেটিই ছাত্রীদের গাইতে বলেন মমতা।
মঙ্গলবারই ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করে জেলার উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর ৪ এপ্রিল দিনটি ঝাড়গ্রামের জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন