মুখ্যমন্ত্রী মমতার ভাতিজা সড়ক দুর্ঘটনায় আহত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেলে হুগলির সিঙ্গুরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত অভিষেক বর্তমানে কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন।
বিকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে দলীয় বৈঠক থেকে কলকাতা ফিরছিলেন অভিষেক।
পুলিশ সুত্রে জানা যায়, সিঙ্গুরের কাছে দুর্গাপুর জাতীয় সড়কের উপর হিমাদ্রি কেমিক্যালসের কাছে খারাপ হয়ে যাওয়া দুইটি দুধের ট্রাককে পাশ কাটাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে অভিষেকের গাড়ির সংঘর্ষ ঘটে। রপরেই গাড়িটি উলটে যায়। ওই গাড়িতে অভিষেক ছাড়াও ছিলেন তাঁর ব্যাক্তগত সচিব এবং চালক।
পিছনেই ছিল অভিষেকের নিরাপত্তারক্ষীদের গাড়ি। তাছাড়াও ছিল পশ্চিমবঙ্গের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (পিএসসি) ও বিধায়ক মানস ভুইয়ার গাড়িও। তাঁরাই অভিষেককে উদ্ধার করে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করান অভিষেককে।
নার্সিং হোম সুত্রে জানা যায়, অভিষেক মাথা, ঘাড়, পা ও চোখের নীচে আঘাত পেয়েছেন। অভিষেকের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন্দেব চট্টোপাধ্যায় সহ একাধিক মন্ত্রীরা ছুটে যান বেলভিউ নার্সিং হোমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকোকে দেখতে নবান্ন থেকে বেলভিউ নার্সিং হোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যায়।
তবে এই দুর্ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে আঁচে কিনা সেই বিষয়ে এরইমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন