মুখ খুললেন আরাফাত সানির মা
কথিত স্ত্রী নাসরিন সুলতানার দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীকে নির্দোষ বলে দাবি করেছেন তার মা নার্গিস আক্তার।
তিনি বলেছেন, ‘আমার ছেলে কোনো অপরাধ করেনি। সে নির্দোষ। টাকার লোভে নাসরিন সুলতানা নামের ওই তরুণী তাকে ফাঁসিয়েছে।’ আজ দুপুরে মোহাম্মদপুর থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরাফাত সানির মা বলেন, ‘পুলিশের সঙ্গে যোগসাজোশ করে ও ঘুষ দিয়ে নাসরিন আমার ছেলেকে ফাঁসিয়েছে। তার কোনো অপরাধ নেই। পুলিশ যদি বিষয়টি তদন্ত করে তাহলে সব সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয় জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে আরাফাত সানিকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল থেকে এক্সক্লুসিভ নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে দেওয়া প্রমাণ পাওয়া গেছে।’
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি কথিত স্ত্রী নাসরিন সুলতানার তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় আজ রোববার সকালে সাভারের আমিন বাজারের নিজ বাসা থেকে ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে দুপুরে তাকে ঢাকা মহানগর আদালতে পাঠানো হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন