“মুজাহিদও প্রাণভিক্ষা চাননি”
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার রাত সোয়া ১২টার দিকে কারাগার থেকে বেরিয়ে এসে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এ দাবি করেন।
এর আগে রাত ১০টা ২০ মিনিটের দিকে কারাফটকে পৌঁছান মুজাহিদের পরিবারের ১১ সদস্য।
মুজাহিদের ছেলে দাবি করেন, তার বাবা রাষ্ট্রপতির কাছে কোনো প্রাণভিক্ষা চাননি। এটা সরকারের পক্ষ থেকে ছড়ানো হয়েছে বলেও দাবি মাবরুরের।
প্রসঙ্গত, এর আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরও দাবি করেন, তার বাবা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন