মুজাহিদের আইনজীবী শিশির মনিরের বাসায় তল্লাশি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী প্যানেলের প্রধান শিশির মনিরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মাদপুর শিয়া মসজিদ এলাকায় তার ভাড়াবাসায় এ তল্লাশি চালানো হয়।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশসহ মোহাম্মদপুর থানার পুলিশ বাসায় তল্লাশি চালায়। এর কয়েক মিনিট পর তারা বের হয়ে যায়। তবে কী কারণে তারা তল্লাশি চালিয়েছে সে সম্পর্কে কিছু বলেনি পুলিশ।
এদিকে শিশির মনিরের বরাত দিয়ে আইনজীবী তরিকুল ইসলাম বলেন, শিশির মুনিরের বাসার চারপাশে পুলিশ ঘিরে রেখেছে। তার ব্যক্তিগত গাড়ির চালককেও উঠিয়ে নিয়ে গেছে পুলিশ।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, অ্যাডভোকেট শিশির মনিরের বাসায় তল্লাশির চালানোর বিষয়ে তার কিছু জানা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন