মুজাহিদের স্ত্রীর বক্তব্য ভিত্তিহীন
যুদ্ধাপরাধের রায়ে জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড নিয়ে তার স্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, তার এ বক্তব্যের কোনো ভিত্তি নেই। কারণ এক মামলায় দণ্ড কার্যকর হলে তার বিরুদ্ধে যত মামলাই থাক না কেন সেগুলো অকার্যকর হবে। মানুষকে বিভ্রান্ত করতে এমন কথা বলা হচ্ছে।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে শনিবারের সংবাদ সম্মেলন করেন মুজাহিদের স্ত্রী তামান্না ই জামান।
সংবাদ সম্মেলনে মুজাহিদের স্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি মুজাহিদ। বিশেষ ট্রাইব্যুনালে মামলা চলমান থাকা অবস্থায় যদি অন্য কোনো মামলায় মুজাহিদের দণ্ড কার্যকর হয় তাহলে তা নাগরিক অধিকারের লঙ্ঘন হবে। ওই মামলায় নিজের অবস্থান জানতে চান মুজাহিদ। তাই এই মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, মৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে কোনো প্রকার সাক্ষ্য গ্রহণ করা হয় না। তাদের বিরুদ্ধে বিচারও চলে না।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের তো সাংবিধানিক অনেক অধিকার খর্ব করা হয়েছে। তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং তাদের এসব কথাবার্তা অযৌক্তিক। জনগণকে বিভ্রান্ত করতেই তারা এসব কথা বলছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন