মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মুদি দোকানির ওপর হামলায় আইএসের দায় স্বীকার!

নরসিংদীতে চিত্তরঞ্জন আর্য্য (৪৮) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। কিন্তু আইএস ওই মুদি দোকানিকে ‘পুরোহিত’ বলে উল্লেখ করে হামলার দায় স্বীকার করেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলার রগুনাথপুর চৈতাব এলাকায় চিত্তরঞ্জন আর্য্যের মুদি দোকানেই তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অনলাইনে জঙ্গিবাদ পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তার কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।

আমাক এজেন্সি চিত্তরঞ্জনকে ‘হিন্দু পুরোহিত’ বলে উল্লেখ করে বলেছে, ‘গতকাল যোদ্ধারা বাংলাদেশের নরসিংদী জেলায় এক হিন্দু পুরোহিতকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।’

আহত চিত্তরঞ্জন একজন মুদি দোকানি এবং তিনি রগুনাথপুর এলাকার চাঁন মোহন আর্য্যের ছেলে, পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রগুনাথপুর গ্রামের শ্রী শ্রী কালি মন্দিরের কাছেই চিত্তরঞ্জনের বাড়ি। আর বাড়ির সামনেই তার দোকান। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে দুজন মুখোশধারীসহ তিনজন তার দোকানের সামনে আসে। এসময় কোনও কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারীরা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনকে কুপিয়ে আহত করে। চিৎকারের শব্দ পেয়ে বাড়ি থেকে চিত্তরঞ্জনের স্ত্রী ও অপর এক নারী ঘটনাস্থলে আসেন। তারাও চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে আসতে দুর্বৃত্তরা হামলায় ব্যবহৃত চাপাতি ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায়। চিত্তরঞ্জনকে প্রথমে পাঁচদোনা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ‘হামলাকারীরা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনের মাথা, ঘাড়, হাত ও পেটে কুপিয়ে জখম করেছে। এদিকে মুদি দোকানি চিত্তরঞ্জনকে কেউ কেউ মন্দিরের তত্ত্বাবধায়ক, সেবায়েত বলে অপপ্রচার করে উত্তেজনা তৈরির করা চেষ্টা করছেন। যা দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে চিত্তরঞ্জনের সঙ্গে একই এলাকার কতিপয় লোকের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে চিত্তরঞ্জনকে হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ। এ ঘটনাটি মাথায় রেখে পাশাপাশি অন্য কেউ সুযোগ নিয়ে হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’ তদন্তের পর মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ (ডিএসবি) সুপার শফিউর রহমান বলেন, ‘উদ্ধারকৃত চাপাতিটি কসাইদের ব্যবহৃত সাধারণ চাপাতির মতোই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে

নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন

নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২

নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন

ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু

ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • নরসিংদীতে মাএ দেড়শ’ টাকার জন্য বন্ধুকে হত্যা!
  • নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‍্যাব
  • কবির ওপর হামলা, আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা
  • “স্বপ্নের পথেই এগিয়ে যাচ্ছেন মডেল অভিনেত্রী মিহি আহসান”
  • আ’লীগের দুপক্ষের টেঁটা-বন্দুকযুদ্ধ, নিহত ২
  • নরসিংদীতে ছাত্রদল নেতার জন্মদিন পালন
  • টাঙ্গাইলে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে খুন হলেন ভাসুর
  • নরসিংদীতে মাইক্রো-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
  • নরসিংদীতে শীতলক্ষ্যার পাড়ে ১৪ বছর বয়সী অজ্ঞাত কিশোরীর লাশ
  • নরসিংদীতে দুটি কোয়েল পাখির ডিমের জন্য মেয়েকে হত্যা করলো সৎ মা!
  • নরসিংদীর কৃতি সন্তান: স্বপ্ন ছিলো সেনাবাহিনী হলেন অভিনেতা
  • মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ রক্ষা হলো না আগুনে পুড়ে যাওয়া উত্তম দাসের