রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুন্সীগঞ্জে কারাগারে ছাত্রলীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জে কারা হেফাজতে আসিফ হাওলাদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন।

তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

কারাগারে থাকার তিন দিন পর রোববার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে কারাগারে অসুস্থ হলে আসিফকে হাসপাতালে আনা হয়।

স্বজনদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের নির্যাতন এবং গ্রেফতারের পর পুলিশের নির্যাতনে আসিফের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ১২ এপ্রিল রাত ৯টার দিকে কোলা গ্রামের রাস্তায় পেয়ে আসিফকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইয়ামিন ও তার সঙ্গীরা বেধড়ক পিটিয়ে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করে মিথ্যা মামলা সাজিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়। সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়।

সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ জানান, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাওলাদার এলাকার মাদক ব্যবসায়ী বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইয়ামিনকে বাধা দিয়ে আসছিলেন।

মৃত্যু সংবাদে সিরাজদিখানে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেএরপর গত ইউপি নির্বাচনে ইয়ামিন স্বতন্ত্র প্রার্থী নাসির চৌধুরীর এবং আসিফ হাওলাদার নৌকার প্রার্থী মীর লিয়াকত আলীর নির্বাচন করেন। এতে ইয়ামিন তার ওপর ক্ষিপ্ত হয়।

সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু জানান, পুলিশ গ্রেফতার করার পর আমরা আসিফকে চিকিৎসার জন্য ওসিকে অনুরোধ করেছিলাম। তাকে চিকিৎসা দেয়া হয়নি।

কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল সাংবাদিকদের জানান, গত ১৩ এপ্রিল আসিফকে কারাগারে আনা হয় একটি মারামারির মামলায়। মাথায় তার আঘাত ছিল।

তিনি বলেন, রোববার ভোর ৫টায় মাথায় আঘাতজনিত কারণে অসুস্থ হলে আসিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম শাখাওয়াত হোসেন জানান, আসিফের শরীরে নির্যাতন ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

গত দুদিন তিনি সুস্থ ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। আসিফ হার্ট অ্যাটার্কে মারা গেছেন বলে ধারণা হচ্ছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, আসিফকে এলাকার লোকজন গণপিটুনি দেয়। পরে উদ্ধার করে তাকে সিরাজদিখান হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে রিলিজ দেয়।

এদিকে, আসিফের মৃত্যু সংবাদ পৌঁছার পর সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় তারা অপরাধীদের শাস্তি দাবি করার পাশাপাশি প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ আনেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল