মুম্বইকে ২৩১ রানের টার্গেট দিল পঞ্জাব
ঋদ্ধিমান ও ম্যাক্সওয়েলের দুরন্ত ইনিংসে ২০ ওভারে তিন উইকেটে ২৩০ রান তুলল কিংস ইলেভেন৷৫৫ বলে ৩টি ছয় ও ১১টি বাউন্ডারিতে সাজানো ঋদ্ধির ৯৩ রানের ইনিংস৷ এর আগে ২১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল৷
আইপিএল টেন-এর সর্বোচ্চ স্কোর৷
১৮ ওভারে ২০০ গণ্ডি টপকাল পঞ্জাব৷আইপিএল টেন-এ এটাই প্রীতির দলের সর্বোচ্চ স্কোর৷
১৭ ওভার শেষে কিংস ইলেভেন ১৯৮/৩৷
মার্শ আউট…৷ ১৬ বলে ২৫ রানে ডাগ-আউটে মার্শ৷ কিংস ইলেভেন ১৮৩/৩৷
১৫ ওভার শেষে কিংস ইলেভেন ১৭৩/২৷ ঋদ্ধিমান ৬৭ ও মার্শ ১৭৷
১৪ ওভার শেষে কিংস ইলেভেন ১৬১/২৷
ঋদ্ধির হাফ-সেঞ্চুরি !!! ভাজ্জিকে ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি ঋদ্ধির৷ওপেন করতে নেমে দুরন্ত ইনিংস প্রীতির দলের বঙ্গসন্তানের৷৩১ বলে একটি ছয় ও ৮টি বাউন্ডারির সাহায্যে হাফ-সেঞ্চুরি করেন ঋদ্ধি৷
ম্যাক্সওয়েল আউট…৷ ২১ বলে ৪৭ রান কর ডাগ-আউটে ফিরলেন কিংস ক্যাপ্টেন৷
১০ ওভার শেষে কিংস ইলেভেন ১২৬/১৷ ঋদ্ধিমান ৪৩ ও ম্যাক্সওয়েল ৪৩৷
ম্যাক্সিম্যাম হিটস !!! ভাজ্জির প্রথম ওভারে ২১ রান নিলে ম্যাক্সওয়েল ও ঋদ্ধিমান৷তিনটি ছয় মারেন কিংস অধিনায়ক৷
৮ ওভারে একশো-তে পৌঁছে গেল কিংস ইলেভেন৷ঋদ্ধিমান ৪০ ও ম্যাক্সওয়েল ২১৷
পাওয়ার প্লে শেষে কিংস ইলেভেন ৭১/১৷ এটাই আইপিএল টেন-এ কিংস ইলেভেনের পাওয়ার প্লে সেরা স্কোর৷ ঋদ্ধিমান ৩১ ও ম্যাক্সওয়েল ১৷
গাপ্তিল আউট…৷ ১৮ বলে ৩৬ রানে ডাগ-আউটে ফিরলেন প্রীতির দলে কিউই ওপেনার৷ কিংস ইলেভেন ৬৮/১৷
৫ ওভার শেষে কিংস ইলেভেন ৬০/০৷ঋদ্ধি ২৯ ও গাপ্তিল ২৮৷
৩.৪ ওভারে ৫০ রানের গণ্ডি টপকে গেল প্রীতির পঞ্জাব৷
আক্রমণাত্মক শুরু কিংস ওপেনারদের৷
দ্বিতীয় ওভারেই কিংস ২৯/০৷সাহা ১৭ ও গাপ্তিল ১১৷
প্রথম ওভারে কিংস ইলেভেন ১৩/০৷
ক্রিজে কিংসের দুই ওপেনার মার্টিন গাপ্তিল ও ঋদ্ধিমান সাহা৷
টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷কিংস দলে একটি পরিবর্তন৷ স্বপনীল সিংয়ের পরিবর্তে দলে এসেছেন ইশান্ত শর্মা৷
ওয়াংখেড়েয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে নামল কিংস ইলেভেন পঞ্জাব৷মুম্বই আগেরই প্লে-অফে পৌঁছে গিয়েছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন