বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুম্বাইর বিরুদ্ধে ম্যাচেই দলে থাকবে মুস্তাফিজ

আগামী ১২ তারিখের মধ্যেই ‌’দ্য ফিজ’ দলের সঙ্গে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সানরাইজার্স হায়দরাবাদের অজি কোচ টম মুডি।
১২ এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবেন মুস্তাফিজ মুম্বাইর বিরুদ্ধে ম্যাচেই দলে থাকবে মুস্তাফিজ গত মৌসুমে নিজের আইপিএল অভিষেকে বাজিমাত করেছিলেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কাড়েন। টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতান কাটার মাস্টার এবং সেইসঙ্গে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। তবে জাতীয় দলের হয়ে ব্যস্ততা এবং টানা ক্রিকেটের ধকলের কারণে এবারের আসরের শুরুতে এখনো সানরাইজার্সের সঙ্গে যোগ দেননি মোস্তাফিজ। দলের অন্যতম সেরা বোলারকে পেতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোস্তাফিজকে ছাড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানের বড় জয় দিয়ে শুভসূচনা করে সানরাইজার্স হায়দরাবাদ। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে নিয়ে কথা বলেন মুডি।

আগামী বুধবার মুম্বাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে সানরাইজার্স। সেই ম্যাচের আগেই মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন বলে আশাবাদ শোনান তিনি। খুব শিগগিরই মোস্তাফিজকে দলে পাওয়ার আশা ব্যক্ত করে সানরাইজার্স কোচ মুডি বলেন, ‘মোস্তাফিজ মুম্বাইয়েই স্কোয়াডের সঙ্গে যোগ দেবে বলে আমরা আশা করি।’
তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই সঠিক ভারসাম্যপূর্ণ দল গঠন করতে হবে। কোন ম্যাচে তাকে (মোস্তাফিজ) পাওয়া যাবে আমরা সেটি ধরেই এগোচ্ছি। আমাদের দলে (বিদেশি কোটায়) আমি, ময়েসেস (হেনরিকস), বেন কাটিং ও রশিদ খান রয়েছি। ফিজ (মোস্তাফিজ) স্কোয়াডে যোগ দিলে আমরা আরো ভারসাম্যপূর্ণ হয়ে উঠবো।’

তবে ক্লান্তিরক আরনে সেই ম্যাচে কাটার মাস্টারকে যদি বিশ্রাম দেয়া হয় তবে আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে দেখাটা অনেকটাই নিশ্চিত ‌’দ্য ফিজ’কে। আর তেমনটি হলে শুক্রবার মোস্তাফিজ-সাকিব দ্বৈরত দেখতে পারবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

ইনজুরির ধকল কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বেশ ব্যস্ত সময় পার করেছেন মোস্তাফিজ। শুক্রবার কলম্বো থেকে দেশে ফেরেন তিনি। আইপিএলে অংশ নিতে ভারত যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। বিসিবি বাংলাদেশ দলের সেরা পেসারের ফিটনেস ইস্যু নিয়ে বেশ সতর্ক। তাই যতটা সম্ভব আইপিএলে মোস্তাফিজকে কম ম্যাচ খেলানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

যদি মুম্বাইয়ে মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যোগ দেন তবে তিনি দলটির হয়ে সর্বোচ্চ ৯ থেকে ১০ ম্যাচ খেলতে পারবেন। কেননা, আগামী আয়ারল্যান্ডের মাটিতে ১২ মে থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ খেলতে মোস্তাফিজকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পাশাপাশি তৃতীয় দল হিসেবে অংশ নেবে নিউজিল্যান্ড।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি