মুম্বাইয়ের বিপক্ষেই আজ মাঠে নামবেন মোস্তাফিজ!

প্রথমবারের সাফল্য ছাড়িয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আইপিএলের দল হায়দরাবাদের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজ। আর সবকিছু ঠিক থাকলে আজই মুম্বাইয়ের বিপক্ষে মাঠেও দেখা যেতে পারে গত মৌসুমের উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এই তারকাকে। এমটাই আভাস দিয়েছেন হায়দরাবাদের কোচ টম মুডি।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও হায়দরাবাদের সাবেক এই তারকা বলেন, `মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দিয়েছে, আর সে কার জায়গায় খেলবে এ সিদ্ধান্ত হতে পারে ম্যাচের আগে। তবে চূড়ান্ত একাদশে সে আমাদের বিবেচনায় আছে।`
গত মৌসুমে প্রথমবারের মত আইপিএল খেলতে গিয়ে কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে মোস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট।
মোস্তাফিজকে ছাড়াই ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।
উল্লেখ্য, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন