সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুম্বাইয়ের যৌনপল্লীতে ক্রমেই বাড়ছে বাংলাদেশি নারী পাচার

ভারতের মুম্বাইয়ের বিভিন্ন যৌনপল্লীতে বাংলাদেশ থেকে পাচার হওয়া নারীদের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। আর এটা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলো তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশে থেকে ভারতে যাওয়া অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানে বাংলাদেশি যৌনকর্মীদের সংখ্যাও বাড়ছে।

যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা ভারতের মুম্বাইভিত্তিক সংগঠন ‘প্রেরণা’ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের প্রধান যৌনপল্লী কামাথিপুরায় সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষি বাণিজ্যিক যৌনকর্মীরা কাজ করে। এর মধ্যে সামান্য কিছু নারী ভারতের পশ্চিমবঙ্গ থেকে গেলেও বেশিরভাগই বাংলাদেশি।

প্রেরণার সহ-প্রতিষ্ঠাতা প্রিতি পাটকর বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে গমন করা অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটছে। বিশেষ করে অভিবাসীরা বেশিরভাগ ক্ষেত্রেই পাচারের শিকার হয়ে থাকে। তারা সহজেই একটা ভালো চাকরি কিংবা একটা ভালো জীবনের আশ্বাসে প্রলুব্ধ হয়ে থাকে।’

ফেসবুক
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে কামথিপুরায় প্রেরণার রাত্রিকালিন পরিচর্যাকেন্দ্রে ২১৩ জন নারী ভর্তি করা হয়েছে, যার মধ্যে ১২৮ জনই ছিল বাঙালি। শহরের অন্যান্য এলাকায়ও একই চিত্র দেখা যায়। এছাড়া ভারতের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশ থেকেও এখানে প্রায় এক ডজন যৌনকর্মী আছে।

বর্তমানে দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করছে। প্রতিদিন অবৈধভাবে যাচ্ছে শতাধিক বাংলাদেশি। বাংলাদেশের বিভিন্ন দরিদ্র এবং গ্রামীণ এলাকা থেকে ভালো চাকরি আর উন্নত জীবনের লোভ দেখিয়ে নারীদের ভারতের পতিতালয়গুলোতে পাচার করে দেয় মানবপাচারকারীরা।

প্রিতি পাটকর জানান, বাংলাদেশ থেকে মুম্বাইয়ে পাচার হয়ে যাওয়া নারীরা সব সময়ই নানা ভীতিতে থাকেন। নিজেদের অধিকারের ব্যাপারে কারো সাহায্যও চাইতে পারেন না তারা। এমনকি পতিতালয়গুলো থেকে উদ্ধারের পরও পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ আনতে তারা ভয় পান।

মানবপাচারকারীদের বিচারের আওতায় আনার জন্য ও এ বিষয়ে সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বাড়ানোর লক্ষ্যে গত বছর বাংলাদেশ এবং ভারতে সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির ফলে মানবপাচারের শিকার ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের ফিরিয়ে আনা ও পাচারকারীদের বিচারের সম্মুখীন করা অনেকটা সহজ হয়েছে।

মুম্বাই পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘এখন একটা ভালো প্রক্রিয়া তৈরি হয়েছে। আমরা তাদের জবানবন্দি গ্রহণ করি, এরপর তাদের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কাছে হস্তান্তর করে দেই। ওই এনজিও তাদের দেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে থাকে। এটা নারীদের জন্য ভালো একটি উপায়।’

উল্লেখ্য, এই প্রথমবারের মতো চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে পাচারের শিকার এক নারী আবার বাংলাদেশে ফিরে এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের আদালতে অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। মুম্বাইয়ের একটি পতিতালয় থেকে তাকে উদ্ধার করা হয়েছিল।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ‘ইউএনওডিসি’র তথ্য অনুসারে, এশিয়ার ভেতরের দেশগুলোতে মানবপাচারের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। গত বছর এশিয়াতে অবৈধ মানবপাচারের ব্যবসা হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলারের। আর এশিয়ার অঞ্চলগুলোর মধ্যে মানবপাচারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়া। প্রতি বছর এ অঞ্চলের দেড় লাখেরও বেশি মানুষ পাচারের শিকার হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন