মুম্বাইয়ের স্টুডিওতে আহমেদ হুমায়ুনের গান

১৫ বছর ধরেই একটি স্বপ্ন লালন করছিলেন তিনি।স্বপ্নটা ছিল চিত্রনায়ক রিয়াজের জন্য গান করবেন। অবশেষে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে সেই সুযোগ পেলেন এবং বাজিমাত করে দিলেন। বলছি সময়ের আলোচিত সংগীত পরিচালক ও গায়ক আহমেদ হুমায়ুনের কথা।
‘সুইটহার্ট’ ছবিতে ‘কেন রে তোর মাঝে ডুবে থাকি সারাক্ষণ’ গানটিতে ঠোঁট মিলিয়েছেন রিয়াজ। গানটি তিনি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করেছেন। সে কথা নায়ক নিজেই জানিয়েছেন ছবিটির প্রিমিয়ার শোতে। এই গান গাওয়ার পাশাপাশি এর সুর-সংগীতও করেছেন আহমেদ হুমায়ুন।
দীর্ঘদিন ধরেই গানের সঙ্গে যুক্ত আছেন হুমায়ুন। প্রায় আটটি ছবির সংগীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্তমানে। ‘সুইটহার্ট’ ছবির আগে হুমায়ুন প্রায় ২৫টি ছবিতে প্লেব্যাক করেছেন।
তবে নেই কোনো একক অডিও অ্যালবাম। এ নিয়ে হুমায়ুনের অনুরাগী ও কাছের মানুষদের আক্ষেপের শেষ ছিল না। তাই এবার তিনি তৈরি করছেন নিজের গাওয়া গানের একক অ্যালবাম।
এরইমধ্যে গান নির্বাচন শেষ হয়েছে। হয়েছে সুর দেয়াও। বর্তমানে মুম্বাইয়ের স্টুডিও এআর মিউজিকে চলছে গানের রেকর্ডিং। এটি মুম্বাইয়ের সবচেয়ে বড় স্টুডিও।
মুম্বাই থেকে ফেসবুকে আহমেদ হুমায়ুন জানান, ‘আমার প্রথম সলো অ্যালবাম আসতে যাচ্ছে। এটি আমার কাছে ড্রিম প্রজেক্ট। অনেকদিন ধরে অ্যালবামের গানগুলো সংগ্রহ করেছি। এগুলো সুরায়োজনেও অনেক সময় নিয়েছি। যখন নিজে সন্তুষ্ট হয়েছি তখনই ফাইনাল করেছি। আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেন গানগুলো শ্রুতিমধুর হয়।’
হুমায়ুন আরো বলেন, ‘দেশের জনপ্রিয় ও পরিচিত গীতিকবিদের গান থাকছে অ্যালবামে। সেগুলোর সুর ও সংগীতায়োজন করেছি আমি। সব গানেরই রেকর্ডিং হবে মুম্বাইয়ের ‘স্টুডিও এআর মিউজিক’-এ। আশা করছি গানগুলো শ্রোতাদের মন ভরাবে।’
নাম ঠিক না হওয়া এই অ্যালবাম সম্ভব হলে এই রোজার ঈদেই বাজারে আনতে চান হুমায়ুন। জানালেন, এর বাইরে বেশ কজন শিল্পীর কণ্ঠে একটি মিশ্র অ্যালবামের আয়োজনও করবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন