মুরগি ব্যবসায়ী হত্যার দায়ে দুজনের ফাঁসি

বগুড়ার শেরপুর উপজেলার কাফুরা পূর্বপাড়ায় মুরগি ব্যবসায়ী আল মাসুদকে (১৮) হত্যা করে লাশ গুম করার দায়ে দুজনের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আ ন ম সাঈদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুর উপজেলার কাফুরার আরকান আলীর ছেলে নুরুল ইসলাম জায়দার এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে মোস্তফা কামাল।
মামলা সূত্রে জানা যায়, দুই শতাংশ জায়গা কেনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর আল মাসুদ অপহৃত হয়। নিখোঁজের তিনদিন পর ১৭ সেপ্টেম্বর পার্শ্ববর্তী জিয়াউর রহমানের বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে পুলিশ আল মাসুদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আল-মাসুদের মা মালেঞ্চা বেগম বাদী হয়ে জিয়াউর রহমানসহ একই পরিবারের ৬ জনকে আসামি করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে এসআই আবু জাররা দণ্ডপ্রাপ্ত দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে দুইজনকে ফাঁসির আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. আব্দুল মতিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন