মুশফিককে নিয়ে শঙ্কা!

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকুর রহিমকে। আর তারপর থেকেই কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে সবার মনে। দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন তো বাংলাদেশের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান? আর এ প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৪৮ ঘণ্টা।
নেলসনে দ্বিতীয় ম্যাচটির আগে মুশফিকের পায়ে স্ক্যান করানো হবে। তারপরই জানা যাবে আগামী ম্যাচে তিনি থাকছেন কি না।
সোমবার (২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আর এ ম্যাচে দলের দুঃসময়ে ভালোই ব্যাট করছিল মুশফিক। তবে বিপত্তি বাধে ৩৮তম ওভারের দ্বিতীয় বলে। একটি কঠিন সিঙ্গেল নিতে গিয়ে। এ সময় রানআউটের হাত থেকে বাঁচতে ডাইভ দিয়েছিলেন তিনি। তখনই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তার। মাঠে কিছুক্ষণ ফিজিওর পরিচর্যার পর উঠে দাঁড়ান মুশফিক। সেই ওভারে আর কোনো বল তাকে মোকাবিলা করতে হয়নি। মোসাদ্দেকই খেলেছেন বাকি চারটি বল।
পরের ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে সমস্যা অনুভব করেন মুশফিক। তিনি আর মাঠে থাকতে পারছিলেন না। পরে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান সাজঘরে। সে সময় তার সংগ্রহ ছিল ৪৮ বলে ৪২ রান। পরে দল যখন ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে বসে তখন তাকে ঝুঁকি নিয়ে আর মাঠে নামানো হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন