শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুশফিককে পেয়ে সন্তুষ্ট মোহামেডান কোচ

ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটছে না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এই লিগের জন্য গত রোববার প্লেয়ার্স ড্রাফটে মুশফিককে দলে ভিড়িয়েছে মোহামেডান। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত মোহামেডান কোচ সোহেল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য দলগুলো অনুশীলন শুরু করেছে। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করে মোহামেডান ক্লাব। অনুশীলনের চলাকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মোহামেডানের কোচ সোহেল ইসলাম।

এবার মোহামেডানে খেলবেন মুশফিক। এ বিষয়ে মোহামেডান কোচ বলেন, ‘আপনারা জানেন যে, মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন। স্বাভাবিকভাবে মুশফিককে দলে পেয়ে আমরা আনন্দিত। ও যেখানে ব্যাটিং করে, সেখান থেকে ও (মুশফিক) যদি লম্বা একটা সময় খেলতে পারে, সেটা আমাদের দলের জন্য খুব ভালো হবে।’

ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের শেষ দিকে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন মুশফিক। যদিও তার সেরা খেলাটা খেলতে পারেননি ওই আসরে। তবে ফর্মে ফিরলে তিনি কতটা কার্যকরী তা ভালো করেই জানা রয়েছে মোহামেডান কোচের। তাই তার জন্য অনুশীলনের সকল ধরণের সুবিধা দেয়া হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে মোহামেডান কোচ সোহেল ইসলাম বলেন, ‘ওর (মুশফিক) যে ধরনের অনুশীলন সুবিধা দরকার, তার সবই মোহামেডান দিচ্ছে। আর আমরা আপাতত একাডেমিতেই অনুশীলন করবো। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। তাই মুশফিক যেভাবে অনুশীলন চায়, সেভাবেই দেয়া হবে।’

এবারের দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন মোহামেডানের এই কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল হয়েছে। স্বাভাবিকভাবেই পুরোপুরি মনমতো করা সম্ভব হয়নি। স্পিন এবং ব্যাটিং বিভাগ ভালো আছে। এখন আমাদের পেস বিভাগটাও একটু ভালো করতে হবে। আশা করি লিগে আমরা ভালো কিছুই করতে পারবো।’

বিদেশি ক্রিকেটার এখনও ঠিক করতে পারেনি মোহামেডান। বিদেশি কোটার পছন্দ প্রসঙ্গে সোহেল ইসলাম বলেন, ‘টপ অর্ডারে আমরা একজন ভালো ব্যাটসম্যান খুঁজছি। যে বোলিংটাও করতে দিতে পারবে। আমাদের কথা চলছে। দুই চারজনের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আসলে একজন ব্যাটিং অলরাউন্ডার খুঁজছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি