মুশফিকুর রহিম: উইকেটকিপিং থেকে এখন শুধুই ব্যাটসম্যান
বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলে মুশফিকুর রহিম এখন থেকে শুধুই ব্যাটসম্যান, উইকেট কিপিং আর করতে হবে না তাকে।
এতদিন মুশফিকুর রহিম ছিলেন একাধারে উইকেট কিপার, ব্যাটসম্যান ও অধিনায়ক।
তবে এখন দলের ম্যানজমেন্ট ঠিক করেছেন, মুশফিকুর রহিম খেলবেন শুধুই একজন ব্যাটসম্যান হিসেবে।
এটা নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল যে একসঙ্গে এই তিন ভুমিকা পালন করতে গিয়ে মুশফিকুর রহিমের ওপর বাড়তি চাপ পড়ছে।
সম্প্রতি উইকেট কিপার হিসেবে তার পারফরমেন্স নিয়ে কিছু সমালোচনা হয়েছে, কথা উঠেছে অধিনায়ক হিসেবে তার কিছু সিদ্ধান্ত নিয়েও ।
ফলে দলের ম্যানেজমেন্ট ভাবছেন, উইকেট কিপিংএর দায়িত্বটা নবাগত লিটন কুমার দাসের হাতে ছেড়ে দিলে মুশফিকের ব্যাটিং এর জন্য ভাল হবে – যেমনটা কুমারা সাঙ্গাক্কারা বা ব্রেন্ডান ম্যাককালামের ক্ষেত্রে হয়েছে।
এখন শুধুই ব্যাটসম্যান আর অধিনায়ক হিসেবে খেলতে হলে কতটুকু চাপ কমবে মুশফিকুর রহিমের ওপর? এটা কি তাকে ব্যাটসম্যান হিসেবে আরো বিকশিত হবার সুযোগ এনে দেবে?
এ নিয়ে মাঠে-ময়দানেতে কথা বলেছেন বাংলাদেশের আরেক উইকেট কিপার-ব্যাটসম্যান-অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
দক্ষিণ মেরুতে কি ক্রিকেট খেলা যায়?
মাইনাস ৩৫ ডিগ্রি তাপমাত্রায় দক্ষিণ মেরুতেও কি ক্রিকেট খেলা সম্ভব ?
ক্রিকেট খেলা মানেই অনেকের মনে ভেসে ওঠে নীল আকাশ, মিঠে রোদ, সবুজ মাঠ, সাদা পোশাক – তবে এখন অবশ্য ফ্লাডলাইটের নিচে রঙিন পোশাকেও ক্রিকেট খেলা হচ্ছে।
কিন্তু দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকায় ক্রিকেট খেলার কথা কি কেউ চিন্তা করতে পারেন?
যেখানে ঘাস নেই, মাটিও নেই, চারদিক বরফে ঢাকা এবং তাপমাত্রা শূন্যের ৩০-৩৫ ডিগ্রি নিচে?
এর মধ্যে কি করে ক্রিকেট খেলা যায়?কিন্তু একদল অ্যান্টার্কটিকা অভিযাত্রী সত্যি সত্যি সেখানে একটা তিন ঘন্টার ক্রিকেট ম্যাচ খেলেছিলেন বেশ কয়েক বছর আগেই।
তার স্মৃতিচারণ করেছেন মেরু-অভিযাত্রী নিল লাটন – যিনি ছিলেন সেই অভিনব ক্রিকেট ম্যাচের আয়োজক।
খেলা হয়েছিল ইংল্যান্ড বনাম অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে , এবং তিন ঘন্টার সেই ম্যাচে জিতেছিল ইংল্যান্ড।
মাঠে ময়দানেতে শুনুন কেমন হয়েছিল সেই ম্যাচ। অনুষ্ঠান পরিবেশন করেছেন পুলক গুপ্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন