মুশফিকের চোটের জায়গায় রক্ত জমাট বেঁধেছে, দলে ফিরছেন সেই সোহান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটে আক্রান্ত হন তিনি। তাঁর চোটের জায়গায় রক্ত জমাট বেঁধেছে। তাই ৪৮ ঘণ্টার আগে বোঝা যাবে না তাঁর প্রকৃত অবস্থা।
অবশ্য এরই মধ্যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রস্তুতি নিয়ে রেখেছে, মুশফিক শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে নেওয়া হতে পারে নুরুল হাসান সোহানকে। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
তবে ৪৮ ঘণ্টা পর (আগামীকাল) মুশফিকের পায়ে স্ক্যান করানো হবে। তার পরই বোঝা যাবে আগামী বৃহস্পতিবারের ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না।
এর বাইরে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের দলে খুব একটা পরিবর্তন আনার সম্ভাবনা নেই। অনেকটা অপরিবর্তিত থাকছে দল। তবে দ্বিতীয় ওয়ানডের একাদশে সৌম্য সরকার জায়গা পাবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। বাজে ফর্মের কারণে তাঁকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তারপরও দলে সুযোগ দেওয়া হচ্ছে তাঁকে।
২৯ ডিসেম্বর নেলসনে দ্বিতীয় ওয়ানডে। একই ভেন্যুতে কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে হবে ৩১ ডিসেম্বর।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শুভাশীষ রায়, তানভীর হায়দার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন