মুশফিকের পরিবর্তে উইকেটকিপার ইমরুল কায়েস
শনিবার ওয়েলিংটন টেস্টে শুক্রবার ব্যাথা নিয়ে অনেকটা সময় ব্যাট করে গেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। খেলেছেন ১৫৯ রানের দারুণ এক ইনিংস। ব্যাট করার সময় নেইল ওয়াগনারের লাফিয়ে ওঠা একটি বলে আঘাত লেগেছিল তাঁর আঙুলে।
সেই ব্যাথার কারণে শনিবার আর ফিল্ডিংয়ে নামা হয়নি তাঁর। আঙুলের এক্সরে করা হয়েছে। অপেক্ষা এখন সেই এক্সরের রিপোর্টের। তার পরিবর্তে উইকেটের পেছনে দাড়িয়েছেন ইমরুল কায়েস।
উইকেটের পেছনে অবশ্য নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন ইমরুল। দু’টো ক্যাচও ধরেছেন তিনি। ৫৪ রানে থাকতে পেসার কামরুল ইসলাম রাব্বির বলে ওপেনার জিত রাভাল উইকেটের পেছনে ক্যাচ দেন। একই ভাবে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামসনও। তার উইকেটটি পান তাসকিন আহমেদ।
ইমরুলের জন্য টেস্টে উইকেটকিপারের দায়িত্ব অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও মুশফিকের ইনজুরিতে তার পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন