মুশফিকের সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ২৭৩
সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে স্বাগতিক বাংলাদেশ। অতিথি জিম্বাবুয়েনদের অধিনায়ক এলটন চিগাম্বুরা টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। কিন্তু শুরুটা ভাল হয়নি মাশরাফির দলের। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ২ রানে আউট হয়েছেন লিটন। লুক জোঙ্গউইর শিকারে পরিণত হওয়া লিটন কোনো রান সংগ্রহ করতে পারেননি।
লিটনের বিদায়ের পর মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তামিমের সঙ্গে লম্বা জুটি গড়ে তুলার আগেই ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফিরে গেছেন এ ব্যাটসম্যান। ইনিংসের ৮.৩ ওভারে দলীয় ৩০ রানে তিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়েছেন তিনি।
মাত্র ৩০ রানে দুই ব্যাটসম্যান বিদায় নিলেও তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটে বিপদ কাটিয়ে উঠে টাইগাররা। কিন্তু দলীয় ১০০ রানে সিকান্দার রাজার বলে লুক জোঙ্গউইর তালুবন্দী হয়ে ব্যক্তিগত ৪০ রানে মাঠ ছাড়েন তামিম।
পরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানও সিকান্দার রাজার শিকারে পরিণত হন। ২১ বলে ২ চারে ১৬ রান সংগ্রহের পর উইকেটরক্ষক তাওরাই মুজারাবানির স্ট্যাম্পিংয়ে বিদায়ে নেন তিনি।
তবে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলেও একপ্রান্ত আগলে রেখেছেন মুশফিকুর রহিম। ঝলমলে এক সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। ক্রেমারের থ্রোতে রান আউট হয়ে সাজঘরে যাওয়ার আগে করেছেন ১০৭ রান। ১০৯ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি ৯ চার ও ১ ছয়ে।
মুশফিক ছাড়া বাংলাদেশের ইনিংসে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির রহমানও। ৫৮ বলে ৫৭ রানের ইনিংসটিতে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১৪ রান ও আরাফাত সানি ১৫ রান করেছেন।
৫০ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান। জয়ের জন্য জিম্বাবুয়েকে করতে হবে ২৭৪ রান।
৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার মুখোমুখি হয়েছে দুই দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), চামু চিবাবা, রিচমন্ড মুতুমবামি, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জংউই, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি ও মেলকম ওয়ালার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন