মুশফিক-ইমরুলের জায়গায় সৌম্য-নুরুল, অধিনায়ক তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চের শেষ টেস্টে খেলছেন না অধিনায়ক মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। ওয়েলিংটন টেস্টের চোটের কারণে এই ম্যাচে থাকছেন না দুজনে। মুশফিক-ইমরুলের পরিবর্তে সুযোগ পাচ্ছেন নুরুল হাসান সোহান-সৌম্য সরকার।
এছাড়া মুশফিকের বদলে বাংলাদেশের অধিনায়ক হবেন তামিম ইকবাল। তামিমই জানিয়েছে দলে এই দুই পরিবর্তনের কথা।
আনুষ্ঠানিকভাবে এই প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তামিম। মুশফিক-ইমরুলের না খেলাটা মন খারাপ করিয়ে দিলেও প্রথমবারের মতো টেস্টে টস করতে নামার রোমাঞ্চটা অনুভব করছেন তামিম।
তিনি বলেন, ‘আমি অধিনায়কত্ব করতে পেরে রোমাঞ্চিত। তবে এটি আমার মধ্যে বাড়তি কোনো চাপ তৈরি করছে না। অধিনায়ক হিসেবে আমি কেমন, তা প্রমাণের একটা বড় সুযোগ হিসেবেই এটিকে দেখছি আমি।’
ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেও বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। সেই আঘাত নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও টিম সাউদির বাউন্সারে মাথায় আঘাত পান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। হাসপাতালেও যেতে হয়। গত দুই দিনে কোনো সমস্যা না করলেও বুড়ো আঙুলের ব্যথাটা এখনো কমেনি।
ইমরুল কায়েস খেলছেন না ঊরুর চোটের কারণে। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় ডাইভ দিয়ে ঊরুতে চোট পেয়েছিলেন। মাঠের বাইরে চলে গেলেও দলের বিপর্যয়ের মুখে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার ব্যাটিংয়ে নেমেছিলেন। মুশফিকের আঘাতের কারণে বদলি উইকেটকিপারের দায়িত্ব পালন করে বিশ্ব রেকর্ডও গড়েছেন। ক্রাইস্টচার্চে নামতে পারছেন না ইমরুলও।
ইমরুলের জায়গায় খেলবেন সৌম্য সরকার। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়ে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন।
এদিকে নিউজিল্যান্ড সফরে মুশফিকের ইনজুরিটাই কপাল খুলে দিয়েছে নুরুল হাসান সোহানের। ফলে সীমিত ওভারের পর টেস্টেও অভিষেক হতে যাচ্ছে উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন