মুশফিক ঘুরে দাঁড়াবেন, আশা মাশরাফির
অনেক দিন ধরেই ব্যাট হাতে বাংলাদেশের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। কিন্তু এ বছর বেশ কয়েকটি টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও একরকম ব্যর্থ হয়েছেন মুশফিক। ছয় নম্বরে ব্যাট করতে নেমে সাজঘরে ফিরেছেন মাত্র ৬ রান করে। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে তাই প্রশ্নটা উঠেই গেছে, অভিজ্ঞ এই ব্যাটসম্যান কি রানখরায় ভুগছেন?
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য তেমনটা মনে করছেন না। মুশফিকের সাময়িক ব্যর্থতাকে রানখরা বলে বিবেচনা করতে রাজি নন মাশরাফি। ওয়ানডে ক্রিকেটে মুশফিককে সফল ব্যাটসম্যান বলেই মনে করেন বাংলাদেশের অধিনায়ক। মুশফিকের ওপর বেশ আস্থাও আছে মাশরাফির।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশফিকের রানখরা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ দেড় বছরে মুশফিকের রান গড় প্রায় পঞ্চাশের কাছাকাছি। এটা একজন ব্যাটসম্যানের জন্য সত্যিই বড় একটা ব্যাপার। এত ভালো গড় থাকার পরও একজন ব্যাটসম্যান রানখরায় আছেন, তা বলা ঠিক না।’
মুশফিকের প্রতি বেশ আস্থা আছে বলেও জানান বাংলাদেশ অধিনায়ক, ‘মুশফিক এমন একজন ব্যাটসম্যান, যেকোনো অধিনায়কই তাঁর প্রতি আস্থা রাখতে পারে। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমারও খুব আস্থা আছে। এক ম্যাচে খারাপ করেছে ঠিক, আশা করছি পরের ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’
তা ছাড়া মুশফিক নিজের ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করেন বলেও জানান মাশরাফি, ‘দলের একজন খেলোয়াড় হিসেবে আমি কাছ থেকে মুশফিককে দেখেছি, নিজের ব্যাটিং নিয়ে সে কতটা পরিশ্রম করে। এ কারণেই সে সাফল্য পাবে বলে আমার বিশ্বাস।’
টি-টোয়েন্টিতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ওয়ানডেতে গত এক-দেড় বছরে সত্যিই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মুশফিক। ২০১৫ সালে ১৬টি ইনিংসে ব্যাটিং করে দুটি শতক ও তিনটি অর্ধশতকসহ মুশফিক করেছেন ৭৭২ রান।
ওয়ানডেতে দারুণ এক মাইলফলকের হাতছানিও আছে মুশফিকের সামনে। আর মাত্র ৭৪ রান করলেই বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন