মুশফিক-নাঈমের রেকর্ড জুটি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে জুটির রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম এবং নাঈম ইসলাম। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান যোগ করেছেন ২২৫ রান। যেটি প্রিমিয়ার লিগের তৃতীয় উইকেটে সর্বোচ্চ।
১১৫ বলে ৮টি চার আর ১ ছয়ে শতকটি সাজান মুশফিক। আর ১১৩ বলে ৭ চার ও ১ ছয়ে নাঈম ঝুলিতে পুরেন শতরানের ইনিংস। এনিয়ে চতুর্থ সেঞ্চুরি দেখল চলতি প্রিমিয়ার লিগ।
এর আগে লিগের প্রথম সেঞ্চুরি হাঁকান মোসাদ্দেক। খেলাঘরের বিপক্ষে আবাহনীর হয়ে ১১০ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। ৮৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
দ্বিতীয় সেঞ্চুরিয়ান নাসির হোসেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১০৬ বল খরচায় ৯টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল নাসিরের সেই ইনিংসটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন