শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুশফিক-নাসিরদের হারালেন মাশরাফিরা

মাশরাফি-তাসকিনের বোলিং তোপে ১২ রানেই নেই চার উইকেট। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস ও লিটন দাসের সঙ্গে দলীয় ৪১ যোগ দেন শুভাগত হোমও। এরপর মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ও নাসিরের ১০০ রানের দারুণ এক জুটিতে মুখরক্ষা। ১৯৪ রানের সাদামাটা স্কোর দাঁড়ায় সবুজ দলের।

জবাবে শুরুতে স্বস্তিতে ছিল না লাল দলও। ১৯ রানেই সাজঘরে ফেতামিম ইকবাল, সৌম্য সরকার ও সাব্বির রহমান রুম্মান। তবে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের ব্যাটেই মান বাঁচলো লাল দলের। তিন উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।

আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এক মাসের বেশি সময় অনুশীলন করার পর বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলে ভাগ হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেন টাইগাররা। আর তাতে মাহমুদউল্লাহর ব্যাটে জয় পায় লাল দল তথা জাতীয় দল।

ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত প্রাথমিক ৩০ জনের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুই ভাগে হয়ে খেলতে নামেন। তবে ইনজুরির কারণে মুস্তাফিজের পরিবর্তে লাল দলের হয়ে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। এদিন লাল দলের অধিনায়কত্ব করেন মাশরাফি বিন মুর্তজা ও সবুজ দলের অধিনায়কত্ব করেন নাসির হোসেন।

প্রস্তুতি ম্যাচ হলেও এদিন শুরু থেকেই দারুণ সিরিয়াস ছিলেন ক্রিকেটাররা। টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৭.৪ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায় তারা। শুরুতেই কোণঠাসা হওয়া সবুজ দলকে ম্যাচে ফেরান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দলের পক্ষে ১০৯ বলে ৯ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৯০ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান।

লাল দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৭.৪ ওভার বোলিং করে ১৮ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। মাশরাফি ৬ ওভারে ১৪ রানে দুটি উইকেট পান। এছাড়া শুভাশিষ রায়, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার রনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় লাল দল। শুরুতে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা দলের ত্রাতার ভূমিকায় আসেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৯২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন রিয়াদ। এছাড়া মোসাদ্দেক হোসেন ৩৫, সোরওয়ার্দী শুভ ২৬ ও নুরুল হাসান সোহান ২১ রানের ইনিংস খেলেন।

সবুজ দলের পক্ষে শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। এছাড়া আল-আমিন হোসেন নেন একটি উইকেট।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি