মুশফিক ফিরে আসায় বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি, সাদা পোশাকে রঙিন দিনের স্বপ্ন !

টানা ছয়টি ম্যাচে হারা দল টেস্ট দিয়ে ছন্দে ফিরতে মুখিয়ে আছে। ছেলেদের মনোবল বাড়াতে যথাসম্ভব লড়াই চালিয়ে যাচ্ছেন হাথুরুসিংহে। গতকাল সকাল আটটা নাগাদ ওয়েলিংটনে পৌঁছানোর পর বিশ্রামে ছিলেন মুশফিকরা। বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি ২০ জানুয়ারি।
টেস্ট দিয়ে মাঠের লড়াইয়ে ফিরবেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত বাইরে থাকতে হয় তাকে। মুশফিক ফিরে আসায় বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তির বাতাস বইছে। এমনিতে তিনি মিডল অর্ডারে ভরসার নাম। তারপর দল ছন্দে নেই। মুশফিকের অভাব তাই পূরণ করা অসম্ভব হয়ে যাচ্ছিলো।
গতকাল একসঙ্গে ১৭ ক্রিকেটারকে নিয়ে ওয়েলিংটনের বিমানে ওঠেন হাথুরু। মাশরাফি বিন মর্তুজা অকল্যান্ডে ডাক্তার দেখিয়ে সিডনিতে অবকাশ যাপনে যাবেন। ছয় সপ্তার মতো বল ধরতে পারবেন না তিনি।
অল-রাউন্ডার শুভাগত হোম, তানবির হায়দার, মোসাদ্দেক হোসেন, বোলার এবাদত হোসেন দেশের পথে আছেন। এদের মধ্যে এবাদতই সবচেয়ে দুর্ভাগা। ২২ সদস্যের দলের সঙ্গে নিউজিল্যান্ড গেলেও একটি ম্যাচও খেলা হয়নি তার।
ওয়েলিংটনের কন্ডিশনে বাতাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম টেস্টে তাই বাতাসকেও জয় করতে হবে তাসকিন-সাব্বিরদের। সংবাদ সম্মেলনে তাসকিন বাতাসের উপকারিতা-অপকারিতা নিয়ে কথা বলেন। তিনি মনে করেন, ‘বাতাসের ফরে বল করলে সুইং পাওয়া যায়। তবে সাবধানও থাকতে হয়। না হলে বল করা কঠিন হয়ে পড়ে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন