‘মুশফিক-মাহমুদউল্লাহ সতর্ক হলে জয় আমরাই পেতাম’
এ মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে তাঁরা দুজন অন্যতম—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তাঁদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট বহু সাফল্য পেয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে হারে এ দুজনের সতর্কতা নিয়ে এবার প্রশ্ন উঠেছে।
হাতে উইকেট রয়েছে পাঁচটি, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো দুজন অভিজ্ঞ ও সেট ব্যাটসম্যান পিচে এবং তিন বলে দুই রান প্রয়োজন ছিল তখন। এমন অবস্থায় দল যদি হারে, স্বাভাবিক কারণে এ দুই ক্রিকেটারের দিকেই অভিযোগের আঙুল তুলবে সবাই।
বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠেছেও। এই হারের জন্য মুশফিক ও মাহমুদউল্লাহ দায়ী কি না এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমি এই হারের জন্য কাউকেই দায়ী করতে চাই না। তবে আমি মনে করি, তাঁরা দুজনেই আরেকটু সতর্ক হলে এই ম্যাচে আমরাই জিততে পারতাম।’
অভিজ্ঞ ক্রিকেটারদের কাছে এমন প্রত্যাশা করাই যায় বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘মুশফিক ও মাহমুদউল্লাহর মতো ক্রিকেটার পিচে থাকলে নির্ভরতা পাওয়া যায়। কিন্তু আজ তাঁরা যেভাবে আউট হয়েছে, এটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়। তাঁদের আরেকটু দায়িত্ববান হয়ে খেলা উচিত ছিল।’
ষষ্ঠ উইকেটে এ দুজন ১৯ রানের জুটি গড়ে দলকে একেবারেই জয়ের কিনারায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁরা শেষ পর্যন্ত পারেননি দলকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে।
এই ম্যাচে মুশফিক ছয় বলে ১১ রান করে হার্দিক পান্ডের বলে ক্যাচ আউট হন, যাতে ছিল দুটি অসাধারণ চারের মার। আর মাহমুদউল্লাহ পরের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে করেছেন ২২ বলে ১৮ রান।
বাংলাদেশ এই ম্যাচে হেরেছে মাত্র ১ রানে। ভারতের করা ১৪৬ রানের জবাবে মাশরাফিদের ইনিংস থেমে যায় ১৪৫ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন