‘মুশফিক রান পেলে আরো ভালো লাগত’

টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচটা দারুণভাবে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মাইলফলকের এই ম্যাচেই বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট জিতল ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে। ১০৮ রানের ইতিহাসগড়া জয়ের দিনে মুশফিকের ক্রিকেটপাগল বাবা মেতে উঠেছেন আনন্দ-উল্লাসে। তবে ছেলে রান না পাওয়ায় কিছুটা আক্ষেপ থেকেই গেছে তাঁর।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অবশ্য খুব একটা খারাপ করেননি মুশফিক। বোলিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে করেছিলেন ৪৮ রান। দ্বিতীয় ইনিংসেও খেলেছিলেন ১২৪ বলে ৩৯ রানের লড়াকু ইনিংস। সিরিজের দ্বিতীয় টেস্টে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দুই ইনিংসে কোনোবারই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। সাজঘরে ফিরেছেন ৪ ও ৯ রান করে। ছেলের ব্যাটিং ব্যর্থতায় তাই কিছুটা আক্ষেপ থেকে গেছে মুশফিকের বাবার। ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জয়ের দিনে মুশফিকের বাবা বলেন, ‘এ জয় অনেক বড় একটা জয়ের মতো। তবে মুশফিক রান পেলে আরো বেশি ভালো লাগত। তবু এ জয় বাংলাদেশ দলের জন্য অনেক কিছু।’
বাবা হিসেবে সব সময় ছেলের সাফল্য কামনা করবেন- এটাই তো স্বাভাবিক। তবে এমন দিনে মুশফিকের ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্ত করার মতো মানুষ খুব কমই পাওয়া যাবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুশফিকের নামটাও স্মরণীয় হয়ে থাকবে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া এই জয়ের জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন