মুসলিমদের মাংস খাওয়া বন্ধের দাবি আজম খানের

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েই বেআইনি কসাইখানায় লাগাম টেনেছেন যোগী আদিত্যনাথ। তার নির্দেশনায় সে রাজ্যে মাংস কেনাবেচা প্রায় বন্ধ হতে বসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, ধর্মঘটের পথে নেমেছেন মাংস বিক্রেতারা। এই পরিস্থিতিতেই মুখ খুললেন সপা নেতা আজম খান। তাঁর একটাই দাবি, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা।
কসাইখানা বন্ধ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, গোটা ভারতেই সমস্ত কসাইখানা বন্ধ হওয়া উচিত। আইনি বা বেআইনি নিয়েও তাঁর অভিযোগ আছে। তাঁর দাবি, সামগ্রিকভাবে পশুহত্যা বন্ধ হওয়া উচিত। আইনসম্মতভাবে কসাইখানায় হত্যা করা হলেও যেমন তা পশুহত্যা, বেআইনি জায়গায় হলেও তাই। যোগী সরকার অবশ্য লাইসেন্স থাকা কসাইখানা বন্ধের নির্দেশ দেয়নি। এ নিয়ে সরকারকে একহাত নেন সপা নেতা। তাঁর দাবি, পশুহত্যা বন্ধ করতে চাইলে সব কসাইখানাই বন্ধ করা উচিত। এবং একই নিয়ম গোটা দেশে লাগু হওয়া উচিত। কোনো রাজ্যে পশুহত্যা আইনি, কোথাও বেআইনি- এরকম নিয়মের বিরোধিতা করে তাঁর দাবি, আইন সমান থাকুক গোটা দেশে। তার পাশাপাশি তাঁর আবেদন, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা। ইসলামে নাকি এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেছেন। এ ব্যাপারে সবস্তরের মানুষকে সচেতন করতে মুসলিম ধর্মগুরুদের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন