মুসলিমলীগ নেতার নাম থাকছে না যশোর রোডে
স্বাধীনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে খুলনার মুসলিমলীগ নেতা খান এ সবুর সড়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তন থেকে শাহ আজিজুর রহমানের নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদেরকে এক সপ্তাহের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে ২০১২ সালে স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির।
ওই রিটের প্রেক্ষিতে একই বছরের ১৪ মে ওই দুই স্থাপনা থেকে এই দুই নেতার নাম প্রত্যাহারের আদেশ দেন।
দীর্ঘ তিন বছরে আদালতের ওই নির্দেশনা অনুসরণ করা হয়নি মর্মে চলতি বছরের আগস্টে আবারো আদালতে আসেন মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। এরপর ২৫ আগস্ট হাইকোর্ট এসব স্থাপনা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন।এরপরও প্রত্যাহার না হওয়ায় আবারো আবেদন করেন এই ব্যাক্তি।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে রাশেদুল হক।
পরে আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আদালতের আদেশ পাননি। এরপর আদালত বিশেষ বার্তা বাহকের মধ্যে আদেশ পাঠানোর আদেশ দেন। এবং সাত দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়নে খুলনা সিটি করপোরেশন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন