মুসলিম, তাই ব্রিটিশ পরিবারের ডিজনিল্যান্ডে যাওয়া মানা

ডিজনিল্যান্ডে ঘুরতে যাওয়া হলো না লন্ডনের এক মুসলিম পরিবারের। নিরাপত্তা ঝুঁকিতে অতিপ্রতিক্রিয়া দেখিয়ে লন্ডনের গেটউইক এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের পরিদর্শন অনুমতি দেয়নি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এ বিষয়ে কোন ব্যাখ্যাও দেয়নি।
তবে ওই পরিবারের দাবি অনলাইনে তাদের ভ্রমণ অনুমতি প্রদান করা হয়েছিল। যা ১৫ ডিসেম্বর মঞ্জুর হয়।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের সিনিয়র রাজনীতিবিদরা । তারা বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে কোনও কারণ না জানিয়েই বেশ কিছু ব্রিটিশ মুসলিম পরিবারের যুক্তরাষ্ট্রে গমন রদ করেছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে কোনও কারণ ব্যতিরেকে মুসলিম পরিবারের যুক্তরাষ্ট্রে গমন রদ করার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ওই মুসলিম পরিবারের এ ধরনের বঞ্চনার ঘটনাটি সামনে নিয়ে আসেন ব্রিটিশ লেবার দলের এমপি স্টেলা ক্রিসি। তার মতে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে যথেষ্ঠ তথ্যের ঘাটতি রয়েছে। আর এ কারণেই তারা এমন আচরণ করছেন। যা ব্রিটিশ মুসলিম কমিউনিটির মধ্যে বিরক্তিভাব সৃষ্টি করেছে।
সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় সব জঙ্গি হামালার জন্য মুসলিমদের দায়ী করে উষ্কানীমূলক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি মুসলিমদের যুক্তরাষ্ট্রে আগমন বন্ধ করে দেয়ারও দাবি তুলেন।
তবে তার বক্তব্যর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এ ধরনের বক্তব্য আমাদের জাতীয় ঐতিহ্য এবং ঐক্যে ফাঁটল ধরাতে যথেষ্ঠ। আমরা যখন সবাই মিলে এগিয়ে যাওয়ার কথা বলি, উন্নয়নের স্বপ্ন দেখি তখন এ ধরনের ঘৃণাপূর্ণ বক্তব্য এগিয়ে যাওয়া রোধে কেবল ভীতি-ই ছড়াতে পারে ‘
ব্রিটিশ এমপি ক্রিসি অনলাইন এবং অফলাইনে এ ধরনের অযৌক্তিক আচরণের বিপক্ষে লিখে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনাও করছেন। তিনি বলেছেন ব্রিটিশ মুসলিমরা ‘ট্রাম্পড’ হয়েছেন। কারণ ট্রাম্পের বিদ্বেষপূর্ণ বক্তব্য অনেক সমালোচিত হলেও তারই চর্চা লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের আচরণের মধ্যে। সূত্র: গার্ডিয়ান
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন