মুসল্লিদের ক্ষোভ, মসজিদেও টাইগার বরণ!
শুক্রবার মাঠে নামা হয়নি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন মসজিদে নামায আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
তবে সেখানের চিত্রটা ছিল ভিন্ন আবহের। যেন মসজিদেও টাইগার বরণ। চট্টগ্রামের এই মসজিদে জুমার নামাযের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা পরে নামায শুরু হয়! এটি নিয়ে ক্ষোভ মুসল্লিদের।
সাকিবরা নাজায পড়তে আসবে বলে, সিটি করপোরেশন মসজিদ এলাকায় সাজসাজ রব বিরাজ করছিল। মসজিদের ভেতরে ক্রিকেটারদের জন্য কাতার সংরক্ষণ করে রেখেছেন এলাকার নামাযিরা।
এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেদিন উপস্থিত হন মসজিদে। মসজিদের ইমাম খুতবার জন্যও অপেক্ষা করেছেন। পরে ক্রিকেটাররা মসজিদে আসলে তখন শুরু হয় নামাযের আনুষ্ঠানিকতা।
দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ সময় টাইগারদের সাথে উপস্থিত ছিলেন। জাতীয় দলের সব মুসলমান ক্রিকেটার শুক্রবার নাজাজ আদায় করলেও রুবেল হোসেন ছিলেন ড্রেসিং রুমে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন