শনিবার, এপ্রিল ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুস্তাফিজকে অপমান করে যা বললেন ভারতীয় কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে প্রথমবারের মত এসেছেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে কাউন্টি খেলায় ইংল্যান্ডের কন্ডিশন একেবারে অপরিচিত নয় তার। তবে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারলেন না তিনি। জ্বলে উঠতে পারলেন না আর কোনো বোলার। ৩০৫ রান করেও পরাজয়ের দায় তাই বোলারদের ওপরেই বর্তাচ্ছে। বোলিংয়ের অন্যতম ভরসা মুস্তাফিজ ৯ ওভারে ৫১ রান দিয়ে ছিলেন উইকেটশুন্য। আর আইপিএলের পারফর্মেনস তো কিছু বলারই অপেক্ষা রাখে না । ম্যাচটি দেখে কলকাতার প্রথম সারির একটি দৈনিকে কলাম লিখেছেন সাবেক ক্রিকেটার, কোচ এবং ক্রীড়া লেখক রণদেব বসু। সেখানে এসেছে বাংলাদেশের পারফর্মেন্সের বিশ্লেষণ।

বোলারদের দায়বদ্ধতার জায়গায়। কোচ হওয়ার কারণ মুস্তাফিজকে কাছ থেকে দেখেছেন। ভারতের বিপক্ষে দেশের মাটিতে দুর্দান্ত পারফর্মেন্স দেখানো মুস্তাফিজকে তখন তিনি সতর্ক করেছিলেন এই বলে যে, ভালো বোলারদের নিয়ে সব ব্যাটসম্যানরা গবেষণা করে। তারা বলের রহস্য বের করার চেষ্টা করে। তাই বোলারকে সবসময় অস্ত্রে বৈচিত্র আনতে হয়। সেই কথাটা যেন এখন অক্ষরে অক্ষরে বুঝতে পারছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। বুঝতে পারছেন দলের সবাই।

ইংল্যান্ডের বিপক্ষে বোলারদের পারফর্মেন্স দেখে রণদেব বসু লিখেছেন, “বোলাররা বল ফেলছে এক জায়গায় ফিল্ডিং সাজানো আর এক রকম। এভাবে ইংল্যান্ডকে আটকানো যায় না। যায়ওনি। অনেক সময় ক্যাপ্টেন কিছু না বললেও বোলারদের ব্যক্তিগত কৃতিত্ব পার্থক্য গড়ে দেয়। মুস্তাফিজ, রুবেলদের বোলিংয়ে কোনো পরিকল্পনা দেখলাম না। কোনো বুদ্ধিমত্তার ছাপ ছিল না। আগে চমকে দেওয়া মুস্তাফিজুর কেন ব্যর্থ? ওর রহস্যটা ধরা পড়ে গেছে যেন। পেস সহায়ক উইকেট না পেলে খুব সমস্যা। আইপিএলেও তো সে ভাবে ব্যবহার করা হয়নি। পরিস্থিতি অনুযায়ী ও নিজেকে পাল্টে ফেলতে পারছে না। ”

ব্যাটসম্যানদের নিয়ে প্রশংসার পাশাপাশি কিছুটা সমালোচনা করেছেন রণদেব। তিনি লিখেছেন, “বাংলাদেশের ব্যাটিংটা দাঁড়িয়েছিল তামিম আর মুশফিকুরের ব্যাটের ওপর। হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বড় শিক্ষা দিয়ে গেল বাংলাদেশ ব্যাটসম্যানরা। দেখাল ইংল্যান্ডের উইকেটে কী ভাবে ব্যাটিং করতে হয়। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লে-তে বাংলাদেশের রান ছিল ৩৬/০। এত কম রানের পরও ৩০০ প্লাস রান তোলা যায়- এটাই শিক্ষা। সোজা কথায়, হাতে উইকেট রেখে শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে যেতে পারলে বড় রান উঠবেই। ”

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির