শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুস্তাফিজকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে মাশরাফিরা

মুস্তাফিজকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মাশরাফিদের দুটি—অপরিচিত কন্ডিশন ও ডাচদের উদ্যমী ক্রিকেট। কন্ডিশনকে জয় করতে চান অধিনায়ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বুধবার বেলা সাড়ে ৩টায়।

হিমাচল প্রদেশের ধর্মশালায় দিনে সামান্য গরম। রাতে হু-হু করা ঠান্ডা। সেটাকে উত্তেজনায় ভরাতে এই বিশ্বকাপ টি-টোয়েন্টির বাছাইপর্বের উত্তেজনার রেণু ছড়িয়ে পড়ার কথা। গতবার বাংলাদেশে আসর নিয়ে যে রকম তুলকালাম হয়েছে, এবার ভারতে তেমন কিছু নেই। শোনা যাচ্ছে না এমন গানও।

ছবির মতো স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচের আগেই শ্বাসকষ্টে পড়ছেন মাশরাফিরা। কারণ আর কিছুই নয়, সমতল থেকে ধর্মশালা স্টেডিয়ামের উচ্চতা বেশি। এ নিয়ে লড়তে হবে বাংলাদেশকে। প্রতিবন্ধকতা আছে আরো। বিকেলের দিকে খেলা হওয়ায় সময়টা গরম থাকবে। কিন্তু প্রথম ইনিংসের পরই হঠাৎ করে বদলে যেতে পারে পরিস্থিতি। এই চ্যালেঞ্জ সামাল দেওয়াটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন মাশরাফি। সংবাদ সম্মেলনে বলেছেন আরো অনেক কথা। আনুষ্ঠানিক ম্যাচ-পূর্ববর্তী সম্মেলনের পর জানা গেছে, কাটার বয় মুস্তাফিজকে এ ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। চার পেসার, না তিন পেসার—এ নিয়ে দোলাচলে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুলতে পারে টিম ম্যানেজমেন্ট। টানা ম্যাচ খেলার ক্লান্তিটাও বেশ ভর করার কথা বাংলাদেশের ওপর। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাকে ঘিরে অনেক পরিকল্পনার ভিড়ে যোগ হয়েছে আবহাওয়াও। ১৩ তারিখ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগে আছে বৃষ্টির শঙ্কা। শুধু ডাচদের বিপক্ষে নয়, অনেক কিছুর সঙ্গেই লড়াই করতে হবে বাংলাদেশ দলকে।

ডাচদের গত আসরটা দারুণ গেছে। রেকর্ড রান তাড়া করে জয় ছিল বাংলাদেশের মাটিতে। ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে ৪৫ রানে হারিয়ে গতবারের অন্যতম আলোচিত দলটাই তারা। গত পাঁচ ম্যাচে তারা জিতেছে চারটিতে, যেখানে বাংলাদেশের জয় তিনটি। দুদলের শেষ লড়াইয়ে সমতা ছিল সিরিজে। গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার টম কুপারকে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করেছে তারা।

বাংলাদেশের চ্যালেঞ্জ তাই নেদারল্যান্ডসের উদ্যমী ক্রিকেটের সঙ্গে আবহাওয়া ও কন্ডিশন।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির